শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির কিং খান। নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। শুরুর সময় থেকেই নিজের দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা। তবে বর্তমানে নিজের জন্য নয় নিজের সন্তানদের সূত্র ধরেই চর্চায় থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি আবারো ছেলে আরিয়ান খানের সূত্র ধরেই চর্চায় কিং খান।
আরিয়ান খান ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সেলেব কিড। গতবছর থেকে একটু বেশিই মিডিয়াতে চর্চায় রয়েছেন তিনি। উল্লেখ্য, গতবছর মাদক মামলায় একটি বিলাসবহুল ক্রুজ থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। সেইসময় প্রায় একমাস জেলে কাটাতে হয়েছিল শাহরুখপুত্রকে। ঐ সময়টায় মিডিয়াতে খান পরিবারের সম্মান নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল। চর্চা চলেছিল তুমুল। তবে মাঝে এই প্রসঙ্গ নিয়ে চর্চা থিতিয়ে গিয়েছিল। তবে শুক্রবার এনসিবির তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে সেখানে শাহরুখপুত্রকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।
মাঝে এই মাদক মামলার সূত্র ধরে চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডেকে এনসিবির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখান থেকেই জানা যায় মাদক নিয়ে তাদের মধ্যে কথোপকথন চলত। তবে তিনি যে আরিয়ানকে কখনোই মাদক নেওয়ার জন্য প্ররোচনা দেননি, সেকথা স্পষ্টস্পষ্টি জানিয়েছেন অভিনেত্রী। তিনি যেটুকু বলেছেন সবটাই মজার ছলে বলেছেন বলেই জানান তিনি। তিনি এও জানান, আরিয়ান খান যদি তার প্রসঙ্গে কিছু বলেও থাকে তাহলে সে মিথ্যা বলেছে।
আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করার সূত্রে জানা গিয়েছেল, ঘুম না আসলে মাঝে মাঝে মাদক নিতেন তিনি। এটি ঘুম আনার একটি পদ্ধতি, তা ইন্টারনেট দেখেই নাকি জেনেছিলেন আরিয়ান। তার কথায় তার যখন মাদক প্রয়োজন হতো তিনি আনিয়ে নিতেন। তার বন্ধু আচিত গাঁজা জোগাড় করে দিতে তাকে সাহায্য করতেন। তবে তিনি সরবরাহকারীকে কোনদিনই দেখেননি বলেই জানিয়েছিলেন জিজ্ঞাসাবাদের সময়। তবে মাদক মামলায় তিনি জড়িত থাকলেও সরবরাহে তার কোনো হাত নেই বলেই জানা গিয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত চার্জশিট অনুযায়ী তাকে বেকসুর খালাস হিসেবেই ঘোষণা করেছে এনসিবি। তবে এটি যে আবার নতুন করে জল্পনা সৃষ্টি করছে সাধারণের মাঝে, তা নিয়ে কোনো সন্দেহই নেই।