Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অমিতাভ বচ্চনের সাধের বাড়ি ভাঙার জন্য আসতে পারে বুলডোজার, কেন এমন অবস্থা বিগ বি-র?

Updated :  Saturday, June 4, 2022 8:14 AM

বলিউডের সবথেকে বড় তারকাদের মধ্যে একজন হলেন অমিতাভ বচ্চন। সারা দেশে বহু মানুষ তাকে চেনেন তার অভিনয়ের জন্য এবং দুরন্ত গলার আওয়াজ এর জন্য। তার গলার আওয়াজ এতটাই জোরালো যে তিনি সব জায়গায় গিয়ে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারেন। তিনি নিজের জীবনে প্রচুর সম্মান কামিয়েছেন এবং তার পাশাপাশি তার কাছে প্রচুর ধনসম্পত্তির রয়েছে। এই মুহূর্তে সারা দুনিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়। তার পাশাপাশি বচন এর কাছে একটি মহলের মত বাড়ি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, অমিতাভ বচ্চনের মত একজন তারকা’র বাড়িতে এবারে বুলডোজার আসতে পারে। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। তাকে নিয়ে যখন থেকে এই খবরটি সামনে এসেছে, তখন থেকেই সারা দুনিয়া পুরো উত্তাল হয়ে রয়েছে। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তার খবরে একেবারে ছয়লাপ।

অমিতাভ বচ্চনের সাধের বাড়ি ভাঙার জন্য আসতে পারে বুলডোজার, কেন এমন অবস্থা বিগ বি-র?

আপনাদের জানিয়ে রাখি অমিতাভ বচ্চনের বাড়ি কিন্তু অত্যন্ত দামী এবং তিনিও কিন্তু ওই বাড়িতে বেশ আলিশান জীবনযাপন করে থাকেন। তবে এই মুহুর্তে তার বাড়িতে বুলডোজারের আগমন ঘটেছে এবং তাকে হয়তো কোর্ট-কাচারির ঝামেলায় পড়তে হতে পারে তার বাড়ির জন্য। কিন্তু কেন তাকে এই সমস্যায় পড়তে হচ্ছে? এত বড় একজন তারকা হওয়া সত্ত্বেও তাঁর বাড়িতে কেন হানা দিচ্ছে বুলডোজার? চলুন জেনে নেওয়া যাক কেন অমিতাভ বচ্চনের বাড়িতে বুলডোজার আসতে চলেছে।

অমিতাভ বচ্চন বলিউডে বিগ বি নামে পরিচিত এবং সকলে অমিতাভ বচ্চনের বেশ সম্মান করে থাকেন। অমিতাভ বচ্চন এর ব্যাপারে বলতে গেলে তিনি নিজের জীবনের নাম এবং সম্মান দারুণভাবে কামিয়েছেন। তবে এখন তিনি তার বাড়ির জন্য খবরের শিরোনামে রয়েছেন। বর্তমানে অমিতাভ বচ্চনের বাড়ির সামনের রাস্তায় কাজকর্ম চলছে এবং বাড়ির সামনের রাস্তাটি আরেকটু বড় হচ্ছে। ঠিক এই কারণেই তার বাড়িতে বুলডোজার চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।

অমিতাভ বচ্চনের বাড়ি যে রাস্তার উপরে অবস্থিত, সেই রাস্তা চওড়া করার কাজ চলছে এবং ইতিমধ্যেই বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন এই রাস্তা চওড়া করার কাজ শুরু করে দিয়েছে। এই কারণেই বিএমসি কর্তৃপক্ষ তার বাড়িতে বুলডোজার চালাতে পারে। হয়তো এবার কেস করেই তাকে নিজের বাড়ি কে বাঁচাতে হবে।