আকাশের রঙে, ও মাঠের পর মাঠ জুড়ে কাশফুলের সৌন্দর্য দৃষ্টি আকর্ষন করে বাংলার রূপ মাধুর্য কে পূর্ণতা দান করে। বছর পরে মেয়ে বাড়ি আসছে, তাই প্রতিটি পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে। রং বেরঙের আলোয় সাজছে কলকাতার রাজপথ। শেষ পর্বের প্রস্তুতি কেউ কোনো ত্রুটি রাখতে চায়না। উত্তর কলকাতার হাতিবাগান সার্বজনীন এবার কলকাতা বাসি কে আমন্ত্রণ জানায় মসাসুর ও প্লাস্টিক অসুর বধে পরিবেশ সুন্দর করতে ও সচেতন করতে।
তাদের এবার এর “থিম কত ধানে কত চাল”। পরিবেশ রক্ষায় কাঠ খড় লোহা দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল, থিম শিল্পী সঞ্জীব সাহা, প্রতিমা শিল্পী সৌমেন পাল। “কত ধানে কত চাল” এর সম্পর্কে জানতে হলে আসতে হবে এখানকার পুজোতে।