বুধবার, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কলকাতায় দাবি করেছিলেন অসমের মত পশ্চিমবঙ্গেও নাগরিক পঞ্জি হবেই। আজ বৃহস্পতিবার, দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহের সাথে বৈঠকে বসার আগে ঠিক একই দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘অসমের ধাঁচে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। তাতে বাদ যাবে প্রায় ২ কোটি মানুষ।’ দিলীপ বাবুর আরও দাবি, ‘বিদেশি নাগরিকরা এসে দেশের সম্পদ ফালতু নষ্ট করছে। তা রুখতে এনআরসি একান্তভাবে প্রয়োজন।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এনআরসি রুখতে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিলীপ ঘোষ এটা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বাড়িতে থাকতে পারেন না। কিছু হলেই রাস্তায় নেমে পড়েন। কিন্তু তাতে কোনো কাজ দেবেনা। যে-ই রাস্তায় নামুক, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই।’’