Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Yash-Nusrat: বিয়ের রাজকীয় সাজে নুসরাতকে দেখে হারিয়ে গেলেন যশ, মুগ্ধতার মাঝেই চর্চায় ‘যশরত’

Updated :  Sunday, July 10, 2022 9:13 AM

যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান কারণে অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন তাদের কোন কিছুই চর্চার বাইরে নয়। সম্প্রতি বিয়ের রাজকীয় সাজে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে, যার সূত্র ধরে আপাতত মিডিয়া থেকে সাধারণ সকলের মাঝে চর্চায় যশরত। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্যে এলো এই তারকা দম্পতির প্রথম মিউজিক ভিডিও।

অভিনেত্রীর পরনে লাল লেহেঙ্গা, ছিল গা ভর্তি গয়না। বলাই বাহুল্য, একেবারে বিয়ের রাজকীয় কনের সাজে অভিনেত্রী এসে দাঁড়িয়েছিল যশ দাশগুপ্তের সামনে। অভিনেত্রীকে দেখা মাত্রই অভিনেতা বলে উঠেছেন ‘হারিয়ে গেলেন’। ভিডিওতে অভিনেত্রীর পাশাপাশি একেবারে রাজকীয় বেশে ছিলেন যশ দাশগুপ্তও। দর্শকরা এর আগেও এই তারকা দম্পতির অনস্ক্রিন রসায়ন দেখেছেন। তাদের আবারও একসাথে দেখতে পেয়ে খুশি অনুরাগীরাও।

এই তারকা দম্পতি একে অপরের সাথে বিয়ে সেড়েছেন একেবারে চুপিসারে। তাদের বিয়ের মুহূর্তগুলো অদেখাই রয়ে গিয়েছে সকলের কাছে। তবে এই মিউজিক ভিডিওর হাত ধরে সেই সাধ কিছুটা হলেও পূরণ হয়েছে তারকা দম্পতির অগণিত ভক্তদের। আপাতত তাদের রাজকীয় সাজ ও প্রেম দুই মাতিয়ে রেখেছে নেটদুনিয়াকে।

উল্লেখ্য, ‘টিএম রেকর্ডস্’ নামের একটি বাংলাদেশের ইউটিউব চ্যানেল থেকে এই মিউজিক ভিডিওটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। এর আগেও নুসরাত জাহানকে ওপার বাংলার মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল। তবে এবার তার সাথে জুটি বাঁধলেন অভিনেত্রীর রিয়েল লাইফ স্বামী। ‘হারিয়ে গেলাম’এই গানের কথা ও সুর দিয়েছেন তাপস। এই গানে কন্ঠ দিয়েছেন পাপন ও লুইপা। এই মিউজিক ভিডিও যে দুই বাংলার মধ্যে আবারো সংযোগ স্থাপন করলেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এই মিউজিক ভিডিওতে যে একটা রাজস্থানের আদব কায়দার ছোঁয়া ছিল, তা বলাই যায়। যা দর্শকদের মনে করিয়ে দিয়েছে, যোধা আকবরের কথা। আপাতত এই রিয়েল লাইফ তারকা দম্পতির পর্দার রাজকীয় প্রেম মন জয় করে নিয়েছে দর্শকদের।