উচ্চ মাধ্যমিক পাস করলে এবার এসএসসিতে ৭০ হাজার টাকা বেতনের চাকরি, জানুন কিভাবে করবেন আবেদন
এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর ব্যাপারে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন
করোনাভাইরাসকে কাটিয়ে উঠে এবার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে ভারত। প্রায় দেড় বছর পর্যন্ত এমন একটা সময় ছিল যখন ভারতের প্রতিটি নাগরিক দিন গুনছিলেন সুস্থতা কামনা করে। সেই তুলনায় আজকের অবস্থা এখন অনেকটাই ভালো। অনেকটা কমে গিয়েছে বেকারত্ব। এর মধ্যে এবার একাধিক শূন্য পদের ঘোষণা করে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনারা করতে পারবেন আবেদন। ৮ই জুলাই থেকে জমা নেওয়া শুরু হয়েছে আবেদন পত্র। চলুন জেনে নেওয়া যাক এই কাজের ব্যাপারে আরো বিস্তারিত।
পদ
কনস্টেবল (ড্রাইভার) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
শূন্য পদ
স্টাফ সিলেকশন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে ১,৪১১টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করলেই এই চাকরিতে আবেদন করা যাবে। গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স।
কর্মস্থল
এই কাজের জন্য দিল্লিতে গিয়ে থাকতে হবে
আবেদনের শেষ দিন
২৯ শে জুলাই পর্যন্ত যে কোন চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন
আবেদনের খরচ
জেনারেল, ওবিসি এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফ্রি মাত্র ১০০ টাকা। তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য আবেদন মূল্য লাগবে না।
কিভাবে নির্বাচন
অনলাইন অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে এবং তারপর নেওয়া হবে শারীরিক পরীক্ষা। সবার শেষে হবে ট্রেড টেস্ট। বাছাই প্রার্থীদের নিয়ে অক্টোবর মাসে আবার নতুন করে পরীক্ষা হবে।
বেতন
চাকরিতে যোগ দেওয়ার পর যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হবে। ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে কর্মীদের।