এই মুহূর্তে অগ্নি মূল্যের বাজারে সাধারণ মানুষের পকেটে টান ধরাতে শুরু করেছে এলপিজি বা রান্নার গ্যাসের দাম। প্রায় প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই রান্নার গ্যাসের দাম। তার মধ্যেই এবার বছরে তিনটি এলপিজি বা রান্নার গ্যাসের সিলিন্ডার একেবারে বিনামূল্য সাধারণ মানুষকে দেবার পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি সরকার। সেজন্য বছরে ওই রাজ্যের কোষাগার থেকে বাড়তি ৫৫ কোটি টাকার খরচ হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। চলুন জেনে নেওয়া যাক কারা এই রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন এবং কিভাবে এই সিলিন্ডার বিনামূল্যে পাওয়া যাবে।
সূত্রের খবর অনুযায়ী উত্তরাখণ্ডে বছরে বিনামূল্যে তিনটি করে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছে সেখানকার বিজেপি সরকার। এজন্য বছরের রাজ্যের কোষাগার থেকে বাড়তি ৫৫ কোটি টাকা খরচ হবে। তবে সকলে কিন্তু এই সিলিন্ডার পাবেন না। তাহলে কারা এই সিলিন্ডার পাবেন? চলুন আরো বিস্তারে জেনে নেওয়া যাক এই প্রকল্পের ব্যাপারে।
আপনাদের জানিয়ে রাখি বিগত মে মাসে উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছিল, যাদের কাছে অন্তদয় কার্ড রয়েছে তারাই এই সুবিধা পেতে চলেছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে উঠে এসেছে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে অন্তদয় কার্ডধারীদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকা গ্যাস সংস্থা গুলির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাদেরকে এই গ্যাস সংস্থাগুলি বিনামূল্যে বছরে তিনটি করে সিলিন্ডার ফ্রি দেবে। ইতিমধ্যেই গ্যাস সংস্থাগুলির হাতে প্রয়োজনীয় টাকা তুলে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্প চালু করার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি নিজেই অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছেন। এখনো পর্যন্ত এই প্রকল্প অনুমোদন পায়নি। তবে অনুমোদন পেয়ে গেলে খুব শীঘ্রই এই প্রকল্প শুরু করে দেবে উত্তরখণ্ড সরকার।