নিউজরাজ্য

“স্যার মানবিক, সবার চাকরির আশ্বাস দিয়েছেন”, অভিষেকের সাথে বৈঠকের পর জানালেন SSC আন্দোলনকারী প্রতিনিধি

ক্যামাক স্ট্রিটের অফিসে SSC আন্দোলনকারীর ৮ প্রতিনিধির দল ঘন্টাখানেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে বৈঠক করেন

Advertisement

এসএসসি মামলা এবং পার্থর গ্রেফতারি নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। এতদিন ধরে যারা চাকরির জন্য ধর্নায় বসেছেন তারা নিজেদের ভবিষ্যৎ জানতে চেয়ে ফের কলকাতার রাজপথে সক্রিয় হয়েছেন। তবে গতকালই পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল থেকে সাসপেন্ড করার পর সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি SSC আন্দোলনকারীদের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলবেন আর সেই অনুযায়ী আজ বিকেলের দিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের নেতৃত্বে এসএসসি আন্দোলনকারীদের ৮ প্রতিনিধি ক্যামাক স্ট্রীটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান। সেখানে বৈঠক চলে প্রায় ঘন্টাখানেক।

বৈঠকের পর এসএসসি আন্দোলনকারীরা বেশ আশ্বস্ত হয়েছে। ঘন্টাখানেক বৈঠকে যে ইতিবাচক আলোচনা হয়েছে তা আলাদাভাবে বলার দরকার পড়ে না। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে SSC মেধাতালিকায় থাকা প্রত্যেককে চাকরির আশ্বাস দিয়েছেন। এমনটাই জানিয়েছেন এসএসসি আন্দোলনের অন্যতম মুখ শহিদুল্লাহ। তিনি বলেছেন, “স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক। বৈঠক হয়েছে ইতিবাচক। তিনি আশ্বাস দিয়েছেন যে উনি ১০০ শতাংশ চেষ্টা করবেন যাতে ২০১৬ সালে এসএসসি মেধাতালিকায় থাকা প্রত্যেকেই চাকরি পান। কেউ যাতে বঞ্চিত না হন, তিনি তার দিকে খেয়াল রাখবেন।”

এছাড়াও জানা গিয়েছে যে আগামী ৮ ই আগস্ট SSC আন্দোলনকারীর প্রতিনিধিরা বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বিকাশ ভবনে একটি বৈঠকে বসবেন। সেখানে উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যানও। এরপর আন্দোলন ভবিষ্যতে চলবে নাকি সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তেমন কোনো কথা হয়নি বলেই জানিয়েছেন শহীদুল্লাহ।

Related Articles

Back to top button