এলপিজি সিলিন্ডার সস্তা, আয়কর রিটার্নে জরিমানা, আজ থেকে বদল হচ্ছে ভারতের ৪টি প্রধান নিয়ম
আজ থেকে ব্যাঙ্ক অফ বরোদা তাদের চেকের নিয়মে পরিবর্তন আনতে চলেছে
আজ থেকে শুরু হচ্ছে আগস্ট মাস এবং পয়লা আগস্ট থেকে বদলে যাচ্ছে ভারতের একাধিক নিয়ম কানুন। পরিবর্তন আসছে নগদ লেনদেন সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে। তার পাশাপাশি আজ থেকে আয়কর রিটার্ন ফাইল করার জন্য দিতে হচ্ছে জরিমানা। এছাড়াও গ্যাস সিলিন্ডারের দামেও আসতে চলেছে পরিবর্তন। তার পাশাপাশি ভারতের অন্যতম বড় পাবলিক সেক্টর সংস্থা ব্যাঙ্ক অফ বরোদার নিয়ম কানুন এ আসছে বিশাল পরিবর্তন। চেক সংক্রান্ত নিয়ম পাল্টাতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদার। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত কিছুর ব্যাপারে এক নজরে।
এলপিজি হচ্ছে সস্তা
দেশের এলপিজি ব্যবহারকারীরা আজকে পেতে চলেছেন স্বস্তি। আজকে থেকেই সস্তা হতে চলেছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে ৩৬ টাকা করে প্রতি সিলিন্ডার পিছু। এই দাম কমানোর ফলে ভারতের রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি দাম হয়েছে ১৯৭৬.৫০ টাকা। অন্যদিকে ভারতের অন্যান্য শহরেও কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমেছে ৩৬ টাকা করে।
বদলাতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদার চেকের নিয়ম
ব্যাঙ্ক অফ বরোদা আজকে থেকেই বদলাতে চলেছে তাদের চেক পেমেন্টের নিয়ম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুসরণ করে, ব্যাঙ্ক অফ বরোদা চেকের মাধ্যমে অর্থ প্রদানের নিয়ম পরিবর্তন করতে চলেছে আজকে থেকে। আপনাদের জানিয়ে রাখি, ব্যাঙ্ক অফ বরোদা তাদের গ্রাহকদের জানিয়েছে, ১ আগস্ট থেকে এবার থেকে ৫ লক্ষ টাকা বা তার থেকে বেশি পরিমাণের চেক পেমেন্টের জন্য ইতিবাচক বেতন ব্যবস্থা কার্যকর করা হবে। এর আওতায় চেক ইস্যুকারীকে এসএমএস, নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে চেক সংক্রান্ত তথ্য ব্যাংকে আগে দিতে হবে। তারপরেই চেক ক্লিয়ার করা হবে।
ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের জন্য জরিমানা
ভারতের আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ৩১ জুলাই। তাই আজ থেকে যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে চান তাহলে আপনাকে দেরি করার জন্য অতিরিক্ত জরিমানা দিতে হবে। ইনকাম ট্যাক্স ইন্ডিয়া আগেই সাফ জানিয়ে দিয়েছিল যে, এবার থেকে আর সময়সীমা বাড়ানো হবে না। সময়সীমার পরে রিটার্ন দাখিল করার জন্য, ৫ লক্ষ টাকা বা তার কম মায়ের জন্য ১ হাজার টাকা জরিমানা ধার্য করা হবে। অন্যদিকে, ৫ লক্ষ টাকার উপরে আয়ের জন্য লেট ফি হবে ৫ হাজার টাকা। এই পরিমাণ প্রায় দশ হাজার টাকা পর্যন্ত যেতে পারে বলে জানিয়েছে আয়কর দপ্তর।
পজিটিভ পে সিস্টেম
ব্যাংকিং জালিয়াতি আটকানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০২০ সালে চেকের জন্য পজিটিভ পে সিস্টেম চালু করা হয়েছিল। এই সিস্টেমের নিয়ম অনুযায়ী, চেকের মাধ্যমে পেমেন্ট করতে হলে ৫০,০০০ থেকে অধিক টাকার জন্য আগে ব্যাংকে কিছু জরুরী তথ্য সাবমিট করতে হয়। এই সিস্টেম আজকে থেকে লাগু করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা, এই সিস্টেম অনুসারে এসএমএস, ব্যাংক অথবা মোবাইল অ্যাপ্লিকেশন, অথবা এটিএম এর মাধ্যমে চেক জারি করা ব্যক্তিকে, আগে চেক সম্পর্কিত বিভিন্ন তথ্য ব্যাংকে সাবমিট করতে হবে।