রাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগ, পুজোর আগে বড় ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
ইতিমধ্যেই এই শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন শিক্ষা মন্ত্রী
রাজ্যে নতুন করে ২১ হাজার শুন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১ আগস্ট সোমবার দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই নিয়োগের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। নিয়োগের ক্ষেত্রে কোন রকম আইনি জটিলতা না থাকার কারণে এই নিয়োগ খুব তাড়াতাড়ি শুরু করার কথা ঘোষণা করেছেন তিনি। এই শিক্ষক নিয়োগ নীতিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলেও জানিয়েছেন তিনি।
আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল নবম দশমে ১৩৮৪২টি, একাদশ দ্বাদশে ৫৫২৭টি, এবং প্রধান শিক্ষক পদে ২৩২৫টি শূন্যপদ রয়েছে। এই সমস্ত শূন্য পদ মিলিয়ে প্রায় ২১ হাজার শূন্য পদের জন্য নিয়োগ হবে শিক্ষক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এই মুহূর্তে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো রকম আইনি জটিলতা নেই। তাই খুব তাড়াতাড়ি রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত।
নতুন নিয়োগ নিয়ে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুজোর আগেই উচ্চমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ প্রাথমিক এবং প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে টেট উত্তীর্ণদের ক্ষেত্রে কি হবে? সেই ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোন নির্দেশিকা জানায়নি রাজ্য সরকার। এমনকি শিক্ষা মন্ত্রীর তরফ থেকেও কোনরকম কোন সঠিক মন্তব্য পাওয়া যায়নি। শুধুমাত্র তিনি জানিয়েছেন, আইন এবং সহানুভূতির মধ্যে একটা সমন্বয় হওয়া খুব প্রয়োজন। আইনে কি প্রক্রিয়া আছে সেটা নিয়ে আগামী ৮ তারিখের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।