একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের ঘোষণা কেন্দ্রীয় সরকারের, বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুযোগ
প্রায় ৮৫ হাজার পদে সেন্ট্রাল পুলিশ ফোর্স নিয়োগ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার
রাজ্য এবং দেশের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিশাল সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেশ করা হয়েছে একটি নতুন কর্ম বিজ্ঞপ্তি, যেখানে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে সর্বমোট ৮৪,৪০৫টি শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
MOS এর তথ্য অনুযায়ী, এই মুহূর্তে আসাম রাইফেলসে মোট শূন্য পদের সংখ্যা ৯৬৫৯। সীমান্ত নিরাপত্তা বাহিনীতে শূন্য পদের সংখ্যা ১৯২৫৪। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে শূন্য পদের সংখ্যা ১০ হাজার ৯৮১। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৯৫৮। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে শূন্য পদের সংখ্যা ৩১৮৭। সশস্ত্র সীমা বলে শূন্য পদের সংখ্যা ১১ হাজার ৪০২। অর্থাৎ সর্বমোট শূন্য পদের সংখ্যা ৮৫৪০৫। এই সমস্ত পদে সেন্ট্রাল পুলিশ ফোর্স নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
বার্ষিক কনস্টেবল পদে নিয়োগ করার জন্য যে নির্দিষ্ট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ হবে। যে দপ্তর থেকে কর্মী নিয়োগ করা হয় অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, সাব ইন্সপেক্টর, জেনারেল ডিউটি নিয়োগের জন্য কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য নোডাল ফোর্স নির্বাচন করা হবে।
আপনি যদি এই সমস্ত পোস্টের জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করে থাকেন এবং চাকরির জন্য অপেক্ষা করেন তাহলে আপনাদের জন্য হতে চলেছে এটি একটি দারুন সুযোগ। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। যেকোনো যোগ্যতাতে অর্থাৎ নূন্যতম শিক্ষিত হলে এবং শারীরিকভাবে সুস্থ এবং কর্মঠ হলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই চাকরিতে কর্মরত কর্মীদের বেশ ভালো পরিমান বেতন দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়োগ প্রক্রিয়া অনুসারে খুব তাড়াতাড়ি কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।