পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার বড় উপহার দিতে চলেছে মোদি সরকার। ডিএ বৃদ্ধির অপেক্ষা চলছিল অনেকদিন ধরেই। এবার হয়তো সেই অপেক্ষার অবসান হবে। চলতি বছর মার্চ মাসে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। বর্তমানে ডিএ বেড়ে হয়েছে ৩৪ শতাংশ। তবে কেন্দ্র সরকারি কর্মচারীদের অভিযোগ দৈনন্দিন মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই এবার হয়তো পুজোর আগেই মূল্যবৃদ্ধির সাথে নিজেদের কর্মচারীদের লড়াই করার জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানোর মতো বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।
সূত্র মারফত জানা গিয়েছে যে এবার কেন্দ্র সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ অবধি বৃদ্ধি করতে পারে। এখন অব্দি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সম্প্রতি কিছু সময়ের মধ্যে মূল্যবৃদ্ধি যে সত্যি হয়েছে তার প্রমাণ তো রিজার্ভ ব্যাংকের নির্ধারিত হারের সাথে পার্থক্য। সেই কথা মাথায় রেখে সরকারের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর নস্যাৎ করে দেওয়া যায় না।
আপনাদের জানিয়ে রাখি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের পরিসংখ্যানের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মীদের ডিএ স্থির করা হয়। জুন মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৭.০১ শতাংশ। সেই কারণে কেন্দ্র সরকার এখন ডিএ বাড়ানো নিয়ে চিন্তা ভাবনা করছে। অন্যদিকে সেই সাথে নতুন ফর্মুলায় বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতনও। ইতিমধ্যেই পে ম্যাট্রিক্সের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করার সুপারিশ জানানো হয়েছে কেন্দ্রকে।
মূল্যবৃদ্ধির কারণে সরকার যদি ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করে তাহলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী। সরকারি কর্মচারীদের ডিএ তখন ৩৪ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশ হয়ে যাবে যাতে বলা বাহুল্য মোটা বেতন পাবেন কর্মচারীরা। তবে এই নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও অব্দি কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।