পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপের পর অবশেষে রবীন্দ্রভারতীতে কাটল জট। আগামী পরশু অর্থাৎ বুধবার থেকে নতুন করে কাজে যোগ দেবেন উপাচার্য সব্যসাচী বসু। তার আগেই আজ ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করে পুরো বিষয়টা সামলানোর চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে ব্রাত্য বসু সাফ জানিয়ে দিলেন, যতদিন পর্যন্ত সব্যসাচী বসু উপাচার্য থাকবেন ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে কোনোরকম মানহানি এবং তাকে হেনস্থা করা যাবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ ২২শে শ্রাবণ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে যোগদান করতে জোড়াসাঁকো গিয়েছিলেন ব্রাত্য বসু। সেখানেই বিশ্বভারতীর তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তাঁদের উদ্দেশে ব্রাত্যের বার্তা, মেয়াদে বহাল থাকা অবস্থায় উপাচার্যকে কর্মক্ষেত্রে আর হেনস্থা করা যাবে না। তাঁর কথায়, ‘‘আমি জানতাম না সমস্যার কথা। আজ গিয়েছিলাম। আমি কথা বলে এসেছি।’’
আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বভারতীর উপাচার্য থাকতে চলেছেন সব্যসাচী বসু। সোমবার তিনি বলেন, ‘‘এত দিন বাড়ি থেকে কাজ করছিলাম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছুটি। বুধবার থেকে নিয়মিত আসব। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে সমস্যা মিটে গিয়েছে।’’