কেন্দ্রীয় ব্যাংকের রেপোরেট বৃদ্ধির প্রভাব, স্থায়ী আমানতে আবারও সুদের হার বৃদ্ধি করল এই জনপ্রিয় ব্যাংক
ভারতের সবথেকে বড় বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে সম্প্রতি স্থায়ী মেয়াদী আমানতের উপরে সুদের হার বৃদ্ধি করা হয়েছে
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৃতীয় বারের জন্য রেপোরেট বৃদ্ধি করার পর সুদের হার বৃদ্ধি করতে চলেছে বিভিন্ন ব্যাংক। এই ব্যাংকের তালিকায় রয়েছে দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক। দুই থেকে পাঁচ কোটি টাকার তাই আমানতের উপরে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে আইসিআইসিআই। ৮ আগস্ট থেকে বৃদ্ধি করা হবে ব্যাংকের এই নতুন সুদের হার।
দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অবক্ষয় নিয়ন্ত্রণে ভারতীয় রিজার্ভ ব্যাংক একের পর এক বড় পদক্ষেপ নিয়ে চলেছে। গত চার মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোট তিনবার রেপো রেট বৃদ্ধি করেছে। প্রথম দু’বারে মোট ৯০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল এই reporate। আর এবারে এই বৃদ্ধির পরিমাণ ৫০ বেসিস পয়েন্ট। এই মুহূর্তে rbi নির্ধারিত রেপোরেটর পরিমাণ ৫.৪।
আইসিআইসিআই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের ২ থেকে ৫ কোটি টাকা মূল্যের স্থায়ী আমানতের উপরে ৩.২৫ থেকে ৫.৭০ শতাংশ সুদের হার অফার করছে। সাত দিন থেকে পাঁচ বছরের মেয়াদের স্থায়ী আমানতের উপরে লাগু হতে চলেছে এই সুদের হার। অন্যদিকে যদি আমানতের পরিমাণ ২ কোটি টাকার নিচে হয় তাহলে সুদের হার হবে ২.৭৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশের মধ্যে।