Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলায় ১ বছরে ব্লক ১.৫ কোটি রেশন কার্ড, নেই তো আপনার নাম এই তালিকায়?

Updated :  Tuesday, August 16, 2022 10:11 PM

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে এবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই রেশন কার্ড নিয়ে কঠোর হচ্ছে। যারা যারা রেশন কার্ড রাখার শর্ত পূরণ করতে পারবে না তাদের সরকারের কাছে রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে এক বছরের মধ্যে বাংলা রেশন গ্রাহকের সংখ্যা অনেক কমেছে। এই বছরে ব্লক করা হয়েছে দেড় কোটি রেশন কার্ড।

রাজ্য খাদ্য দফতরের এমন পরিসংখ্যান চিন্তায় ফেলেছে রাজ্যবাসীদের। জুলাই ২০২১ সালে বাংলায় মোট রেশন গ্রাহকের সংখ্যা ছিল প্রায় ১০ কোটি ৪৫ লাখ। আগস্ট ২০২২ এ তা নেমে হয়েছে ৯ কোটি ১৩ লাখ। বলা যেতে পারে, এক বছরের মধ্যে রাজ্যে রেশন গ্রাহকদের সংখ্যা কমেছে ১ কোটি ৩২ লাখ জন। তবে প্রশ্ন এক বছরের মধ্যে বাংলার রেশন গ্রাহকদের সংখ্যা এত কমল কি করে?

রাজ্য খাদ্য দফতর সুত্রে খবর রেশন কার্ড ও খাদ্য বন্টন ব্যবস্থায় সচ্ছতা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সচ্ছতা রক্ষার জেরে কমছে গ্রাহকদের সংখ্যা। এই এক বছরে রাজ্যজুড়ে খাদ্য দফতরের অভিযানে মৃত, ভুয়ো, অবৈধ ও অস্তিত্বহীন গ্রাহকদের রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। রেশন ব্যবস্থায় সচ্ছতা আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকদের রেশন কার্ড পুরোপুরি ব্লক করা হবে না সেগুলিকে আপাতত ব্লক করা হয়েছে।