এলআইসিতে সরাসরি গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ, বেতন প্রায় এক লক্ষ টাকা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নিয়োগ করছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া
চাকরিপ্রার্থীদের জন্য চলে এলো আবারো সুখবর। এবারে জীবন বীমা নিগম তথা এলআইসি সংস্থায় প্রচুর পরিমাণে গ্রুপ সি পদে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যেখানে বলা হয়েছে এখানে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে। পুরুষ এবং মহিলা সকল চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করার যোগ্য। নিজে চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য জানানো হলো।
এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের আবেদন ফরম খুলতে হবে। তারপর চাকরিপ্রার্থীদের নির্ভুলভাবে আবেদন পত্র ফিলাপ করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর চাকরিপ্রার্থীদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রাখতে হবে।
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন সেগুলি হল – বয়সে প্রমাণপত্র, মাধ্যমিকের এডমিট কার্ড, সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট, পাসপোর্ট সাইজের ফটোকপি, চাকরিপ্রার্থীর নিজস্ব সিগনেচার, আধার কার্ড অথবা ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট। এখানে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা সঠিকভাবে আবেদন করতে পারবেন তাদের প্রথমে কম্পিউটারে লিখিত পরীক্ষা দিতে হবে । তারপরে সিলেক্ট হলে পরবর্তীকালে ডকুমেন্টস এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ গ্রহণ করা হবে।
আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে তিনটি পদের জন্য কর্মী নিয়োগ করছে এলআইসি। এই তিনটি পদ হল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডিএমই। এখানে চাকরি করতে হলে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কমপক্ষে গ্রেজুয়েশন পাস হতে হবে চাকরিপ্রার্থীদের। অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৩৯০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের প্রতি মাসে দেওয়া হবে ৮০ হাজার ১১০ টাকা। অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন