নিউজরাজ্য

Train Cancelled: ২ সপ্তাহ বন্ধ থাকবে হাওড়া বর্ধমান শাখার বেশকিছু লোকাল ট্রেন, রইল তালিকা

হাওড়া ডিভিশনের রসুলপুর শক্তিগড় শাখায় কাজ চলবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ

Advertisement

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। সম্প্রতি জানা গিয়েছে যে কাজ চলবে হাওড়া ডিভিশনের রসুলপুর শক্তিগড় শাখায়। তাই আগামী শনিবার অর্থাৎ ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে দেড় ঘন্টার জন্য ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। আর এই জন্য হাওড়া বর্ধমান হাওড়া মেন এবং কর্ড লাইনের বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

পূর্ব রেলের পক্ষ থেকে গতকাল বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, “হাওড়া ডিভিশনের রসুলপুর শক্তিগড় শাখায় তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজে ওএইএইচ মডিফিকেশনের জন্য ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিরাতে শক্তিগড় স্টেশনে আপ ও ডাউন হাওড়া বর্ধমান কর্ড লাইন, রিভার্স লাইন এবং আপ ও ডাউন হাওড়া বর্ধমান মেন লাইনে একসঙ্গে দেড় ঘন্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। রাত ১ টা ৩০ মিনিট থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে। আর এর জেরে হাওড়া বর্ধমান হাওড়া মেন এবং কর্ড লাইনের মোট চারটি লোকাল ট্রেন বাতিল করা হবে।”

বর্ধমান থেকে বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:

  • ৩৬৮১২ বর্ধমান হাওড়া ভায়া কর্ড লাইন। এই ট্রেনটি শনিবার ২০ আগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে মাঝখানে ২৩ আগস্ট, ২৭ আগস্ট এবং ৩১ আগস্ট এই ট্রেন চলবে।
  • ৩৭৮১২ বর্ধমান হাওড়া ভায়া মেন লাইন। ২৩ আগস্ট, ২৭ আগস্ট এবং ৩১ আগস্ট এই ট্রেন চলবে।

হাওড়া থেকে বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:

  • ৩৬৮৫৫ হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন। এই ট্রেনটি আগামীকাল থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে মাঝখানে ২২ আগস্ট, ২৬ আগস্ট এবং ৩০ আগস্ট এই ট্রেন চলবে।
  • ৩৭৮১১ হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেন লাইন। এই ট্রেনটি শনিবার ২০ আগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে মাঝখানে ২৩ আগস্ট, ২৭ আগস্ট এবং ৩১ আগস্ট এই ট্রেন চলবে।

Related Articles

Back to top button