Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মনে আছে সালমান খানের প্রথম ছবির নায়িকা ভাগ্যশ্রীকে? পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন নায়িকার ছবি

Updated :  Monday, August 22, 2022 8:55 AM

বলিউড দুনিয়ায় এমন কয়েকজন অভিনেতা অভিনেত্রী থাকেন যারা নিজেদের অভিনয় এবং চরিত্র প্রস্ফুটনের দক্ষতার মাধ্যমে সকলের মনে একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেন। তারা রাতারাতি বলিউড দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এবং তারা হয়ে যান ফিল্মি দুনিয়ার অন্যতম বড় তারকা। এরকমই একজন তারকা ছিলেন অভিনেতা সালমান খানের প্রথম সিনেমা ম্যানে পেয়ার কিয়া ছবির অভিনেত্রী ভাগ্যশ্রী। এই ছবিতে অভিনয় করে ভাগ্যশ্রীর রীতিমতো ভাগ্য খুলে গিয়েছিল। অজানা অচেনা একজন তারকা থেকে হঠাৎ করেই তিনি হয়ে উঠেছিলেন বলিউড দুনিয়ার রাইজিং স্টার। দশকের মনে তিনি একটা আলাদা জায়গা তৈরি করে ফেলতে পেরেছিলেন নিজের।

মনে আছে সালমান খানের প্রথম ছবির নায়িকা ভাগ্যশ্রীকে? পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন নায়িকার ছবি

এই সিনেমায় ভাগ্যশ্রীর নিরীহ চরিত্রটি দশকদের মনে গেঁথে যায় এবং সেই সিনেমাটি সেই সময় সুপারহিট হয়ে ওঠে। আদতে সালমান খানের প্রথম সিনেমা কিন্তু সালমান খানের জন্য হিট হয়নি, বরং বলতে গেলে হিট হয়েছিল অভিনেত্রী ভাগ্যের জন্যই। তবে এই সিনেমা হিট হওয়ার পরেই তিনি হঠাৎ করে বলিউড দুনিয়া থেকে হারিয়ে যান। এখনো পর্যন্ত ভাগ্যশ্রীর ভক্তরা তাকে শুধুমাত্র ওই একটি ছবির জন্যই চিনে থাকেন। ম্যানে পেয়ার কিয়া ছবির পর ভাগ্যশ্রী আর কয়েকটি মাত্র সিনেমা পেয়েছিলেন অভিনয় করার জন্য। কিন্তু সেই সমস্ত ছবিগুলি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে।

মনে আছে সালমান খানের প্রথম ছবির নায়িকা ভাগ্যশ্রীকে? পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন নায়িকার ছবি

ছবি ফ্লপ হওয়ার কারণে বলিউড তাকে খুব একটা ভালোভাবে আর গ্রহণ করেনি। অন্যদিকে ততদিনে কাজল এবং জুহি চাওলার মতো অভিনেত্রীরা বলিউড দুনিয়া কাঁপাতে শুরু করে দিয়েছেন। ফলে ভাগ্যশ্রী বাধ্য হয়েই বলিউড দুনিয়া থেকে ধীরে ধীরে সরতে শুরু করেন। তবে বলি দুনিয়া থেকে সরে যাওয়ার কারণ যে শুধুমাত্র সিনেমা ফ্লপ হওয়া, সেটা কিন্তু নয়। সূত্রের খবর অনুযায়ী, সেই সময় ভাগ্যশ্রী বিবাহ করেন এবং নিজের বিবাহিত জীবন ছেড়ে আর বলিউডে কাম ব্যাক করতে তিনি ইচ্ছুক ছিলেন না। এই কারণেই আর কোন সিনেমা বা বলিউড ইভেন্টেও তাকে দেখা যায়নি।

মনে আছে সালমান খানের প্রথম ছবির নায়িকা ভাগ্যশ্রীকে? পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন নায়িকার ছবি

তবে দিন কয়েক আগে আবারো তাকে দেখা গিয়েছে কাম ব্যাক করতে। ৩৩ বছর পরে স্বামী হিমালয়ের সঙ্গে জনপ্রিয় সিরিয়া স্মার্ট জোড়িতে কাম ব্যাক করেছেন ভাগ্যশ্রী। সেই টিভি সিরিয়ালেই নিজের বলিদুনিয়া থেকে অব্যাহতি নেওয়ার ব্যাপারে মন্তব্য রাখলেন ভাগ্যশ্রী। তিনি বললেন, ‘অনেকে মনে করেন আমার স্বামী আমাকে বলিউড দুনিয়া থেকে সরে যেতে বাধ্য করেছেন। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। আমি বলিউড দুনিয়ার জাঁকজমক থেকে দূরে সরতে চাইছিলাম। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। আমি নিজের জীবনে অত্যন্ত খুশি যে আমি হিমালয়ের সঙ্গে জীবন কাটাতে পেরেছি।’ যদিও মনোরঞ্জনের দুনিয়া থেকে সরে গেলেও, ভক্তদের জন্য ভাগ্যশ্রী এখনো সক্রিয় থাকেন ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এখানে তিনি মাঝেমধ্যেই নিজের ফিটনেস এবং মনোরঞ্জনের বেশ কিছু ভিডিও শেয়ার করে থাকেন