Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুত্রবধূ ঐশ্বরিয়ার এই কাজে প্রচন্ড ক্ষুব্ধ অমিতাভ বচ্চন, তিরস্কার করেছিলেন সবার সামনেই

Updated :  Sunday, August 28, 2022 8:57 AM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি জগতে অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’। সম্প্রতি তাঁর সমন্ধে এমন এক কথা সামনে এসেছে যা শুনে হতবাক গোটা নেটদুনিয়া।

আপনাদের জানিয়ে রাখি, অমিতাভ বচ্চন নিজের ক্যারিয়ারে একাধিক হিট বলি ফ্লিম করে আপামর দেশবাসীর মন জয় করে নিয়েছেন। তিনি বর্তমানে বেশ বিলাসবহুল জীবনযাপন করেন। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান, যার একটির নাম শ্বেতা বচ্চন এবং অন্যটির নাম অভিষেক বচ্চন। অমিতাভ বচ্চনের দুই সন্তানেরই বিয়ে হয়েছে এবং তাদের দুজনের সন্তানও রয়েছে। অভিষেক বচ্চনকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেই। অভিষেক বচ্চন জনপ্রিয় বলি অভিনেত্রী ঐশ্বর্যর সাথে বিয়ে করেছিলেন। সম্প্রতি শ্বশুর অমিতাভ বচ্চনের সাথে পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইন্টারনেট দুনিয়াতে।

জানা যায়, ঐশরিয়ার সাথে তার শাশুড়ি জয়া বচ্চনের বেশ ভালো সম্পর্ক রয়েছে। তবে একবার ঐশ্বরিয়া এমন কাজ করেছিলেন যার জন্য শ্বশুর অমিতাভ বচ্চন তাকে তিরস্কার করেছিলেন। ঘটনাটি ২০১৫ সালের। ওই বছর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুজনেই। ঐশ্বরিয়া রাই জাজবা সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন এবং অন্যদিকে পা ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অমিতাভ বচ্চনকে পুরস্কার দেওয়া হয়েছিল। পুরস্কার পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে ঐশ্বরিয়া, তার শ্বশুরকে একদম শিশুর মত করে ডাকছিল এবং সকলের সামনেই তিনি অমিতাভ বচ্চনের গালে চুমু খেয়েছিলেন।

ঐশ্বরিয়ার এমন আচরণ একদমই পছন্দ করেননি বিগ বি। সেই সময় তিনি বেশ অস্বস্তিতে ছিলেন এবং ঐশ্বরিয়াকে থামিয়ে বলেছিলেন যে আরাধ্যার মত আচরণ করা বন্ধ কর। অন ক্যামেরা ঐশ্বরিয়াকে এমন তিরস্কার করার ভিডিও আজকাল ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে এবং এই নিয়ে তুমুল আলোচনা চলছে। তবে এক সাক্ষাৎকারে জয়া বচ্চন জানিয়েছেন যে তাদের পরিবারে ঐশ্বরিয়া পুত্রবধূর মত নয় বরং অমিতাভের মেয়ের মতোই থাকে।