বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। সম্প্রতি জানা গিয়েছে যে আগামীকাল শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত শিয়ালদহ মেন শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। নিত্যযাত্রীদের যে ভোগান্তি হবে তা আলাদাভাবে বলার দরকার পড়ে না।
আসলে রেল সূত্র মারফত খবর, রেল লাইনের মেরামতির জন্য ওইদিন রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এক ডজন ট্রেন বাতিল থাকবে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে একজোড়া শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল, দুটি শিয়ালদহ নৈহাটি লোকাল। এমনকি রেললাইনের এই কাজের প্রভাব পড়বে ব্যারাকপুর নৈহাটি সেকশনেও। ওই লাইনে আপ ও ডাউন লাইনে দুজনা লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়া নৈহাটি কল্যাণী সীমান্ত লোকালের সময়সূচী বদল করা হবে।
রেলের সূত্রের খবর ঐদিন ট্রেনটি নৈহাটি থেকে ভোর ৫ টা ১২ মিনিটে ছাড়বে। কিন্তু অন্যান্য দিন এই ট্রেনটি ৪ টে ১০ মিনিটে ছাড়ে। এছাড়াও শিয়ালদহ নৈহাটি সেকশনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ৮ ঘন্টা ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে। তবে যাত্রীদের ভোগান্তির জন্য আগে থাকতেই ক্ষমা চেয়ে নিয়ে রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে সময়ের আগেই পেশাদার কর্মচারীরা কাজ শেষ করার প্রয়াস করবেন।