মমতা-মোদীর সম্পর্ক কতটা মধুর সকলেরই জানা। কেউ কারো সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন না। কিন্তু আজ দীর্ঘ দেড় বছর পর আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী।
তবে তখন তিনি উপস্থিত থাকেননি। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল বিশ্বভারতীর সমাবর্তনে। বৈঠক শেষে মমতা ব্যানার্জি বলেন, ‘এটা কোনো রাজনৈতিক বৈঠক নয়। এই বৈঠকে বাংলার উন্নয়ণ নিয়ে কথা হয়েছে, কথা হয়েছে বাংলার নাম বদল নিয়ে।
কিন্তু এনআরসি নিয়ে কোনো কথা হয়নি। রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কথা বলেছি। রাজ্যের ব্যাপারে কেন্দ্রের কোনো সিদ্ধান্ত থাকলে তা জানাতে বলেছি। রাজ্য সার ১৩ কোটি টাকা পাই, সেটার কথা জানিয়েছি।’