Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট, বাধা দেওয়া যাবে না বিদেশযাত্রার ক্ষেত্রেও

অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচ বহাল রাখতে চলেছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত একটি আদেশনামা দিয়ে ইডিকে জানিয়ে দিয়েছে, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবেনা। এমনকি তার…

Avatar

অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচ বহাল রাখতে চলেছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত একটি আদেশনামা দিয়ে ইডিকে জানিয়ে দিয়েছে, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবেনা। এমনকি তার চিকিৎসার জন্য বাইরে যাবার ব্যাপারেও কোন নিষেধাজ্ঞা জারি করতে পারবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদি অভিষেকের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত মামলায় সোমবার পর্যন্ত কোন কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে না বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই জায়গা থেকে এই রক্ষাকবচের মেয়াদ আরো বৃদ্ধি পাবে কিনা তা নিয়ে প্রথম থেকেই উঠেছিল প্রশ্ন। রক্ষাকবচ বাড়লে আগামী দিনে অভিষেকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবেনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আজ এরকমই একটি ঘোষণা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। তবে, কয়লা পাচার কাণ্ডে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি অভিষেকের বিরুদ্ধে প্রয়োজন মত পদক্ষেপ গ্রহণ করতে পারবে বলেও আদেশ দিয়েছেন বিচারপতিরা। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রক্ষাকবচ বজায় থাকছে। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা আপাতত নিতে পারবেনা কোন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ই ডি। এ ব্যাপারে এর আগেই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক এবং তার স্ত্রী। তার আবেদন করেছিলেন তাদের যেন কলকাতাতে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ১৭ মেয়ে সেই মামলাতে সুপ্রিম কোর্ট অভিষেকের পক্ষে রায় ঘোষণা করে। দিল্লির বদলে তৃণমূল সংসদ এবং তার স্ত্রীকে কলকাতাতে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়াও অভিষেক এবং রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে যেন কলকাতায় আধিকারিকদের কোন হেনস্থার মুখে না পড়তে হয়, সেটাও নিশিত করতে বলা হয় রাজু এবং পুলিশ প্রশাসনকে।

গত শুক্রবারও অভিষেককে সমন পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে এসে ইডির জেরার মুখোমুখি হওয়ার জন্য। তবে শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবেনা। তার বিরুদ্ধে তদন্তে রক্ষাকবচ চেয়ে পাঠিয়ে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তার দল তৃণমূল অভিযোগ করেছিল, তার বিরুদ্ধে এই তলব সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত শুক্রবার সুপ্রিম কোর্ট অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত করে দেয়। আর সেই মামলার পরবর্তী শুনানিতে আবার অভিষেকের পাশে দাঁড়ালো সুপ্রিম কোর্ট।

About Author