Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরপর অবরোধের জের! এবার এক সপ্তাহ হাওড়া বর্ধমান রুটে চলবে বিশেষ ট্রেন, সিদ্ধান্ত রেলের

Updated :  Wednesday, September 7, 2022 6:49 PM

হাওড়া বর্ধমান লাইনে দীর্ঘদিন ধরে যাত্রী অসন্তোষের খবর সামনে আসছে। এমনিতেই লাইনের কাজের জন্য বাতিল করা হয়েছিল একাধিক লোকাল এবং কিছু দূরপাল্লার ট্রেন। তার ওপর নিত্যযাত্রীদের অভিযোগ ছিল ট্রেন লেট করে আসছে বা পর্যাপ্ত ব্যবস্থা নেই বা বিশেষ করে লোকাল ট্রেন বন্ধ করা হচ্ছে। অসন্তোষের জেরে বর্ধমানের একাধিক স্টেশনে শেষ কয়েকদিনে দেখা গিয়েছে রেল অবরোধ। আর তারপরেই হাওড়া বর্ধমান রুটে বিশেষ কিছু ট্রেন চালানোর ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ। আজ বুধবার ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকদিন এই রুটে চলবে বিশেষ কিছু ট্রেন।

আসলে ইন্টারলকিং এর কাজ চলছে হাওড়া বর্ধমান ট্রেন রুটের শক্তিগর স্টেশনের কাছে। দীর্ঘক্ষণ ধরে পাওয়ার ব্লক করে কাজ চলছে এবং তার জন্যই বাতিল হচ্ছে বা সময় পিছিয়ে যাচ্ছে একাধিক লোকাল ট্রেনের। নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। এবার তার সমাধানের জন্য বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল। জানা গিয়েছে মেইন লাইনে হাওড়া থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৪:১৫ তে। তারপরের ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৫:২৭, ৬:০৫৮, ১০:০৫, ১১:২৫, দুপুর ২:২০, ২:৫৫, ৩:৩০ এবং বিকেল ৫:০৫ ও রাত ৮:২০ তে। মেমারি স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেনগুলি।

অন্যদিকে, মেমারি স্টেশন থেকে হাওড়ার দিকে প্রথম ট্রেন রওনা দেবে সকাল ৬টা ১০ মিনিটে। তারপর যথাক্রমে ৭টা ১৫, ৮টা ৫০, দুপুর ১২টা, ১টা ২০, বিকেল ৪টে ২০, ৪টে ৫০, ৫টা ২০. সন্ধ্যে সাড়ে ৭টা এবং রাত ৯টা ৪৫ মিনিটে। এই ট্রেনগুলি প্রতিটি হল্ট স্টেশনও দাঁড়াবে। ফলে যাত্রীদের সমস্যার সমাধান হবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। লাইনের কাজের জন্য যাত্রী বিক্ষোভ যে এতটা চরম পর্যায়ে পৌঁছাবে তা কখনোই ভাবতে পারেনি রেল। তাইতো সোম এবং মঙ্গলবার অবরোধ হলে তড়িঘড়ি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল।