ভারত- পাকিস্তানের বর্তমান সম্পর্ক নিয়ে রয়েছে বহু অনিশ্চয়তা। কিছুদিন আগে হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন যে কিছুটা হলেও ভারত – পাক সম্পর্কের তিক্ততা কমেছে। কিন্তু আদৌ এই সম্পর্কের উত্তরন হয়েছে? এই নিয়ে উঠে এসেছে বহু প্রশ্ন। পাক প্রধানমন্ত্রী ইমরান এর উত্তরে পরিষ্কার হয়ে যায় সমস্ত জল্পনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফ্রান্সে জি ৭ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বহুক্ষণ ধরে ভারত পাক নিয়ে আলোচনা করেছিলেন। কাশ্মীর প্রসঙ্গে ট্রাম্পের পাশে বসে মোদী বলেছিলেন যে ভারত ও পাকিস্তানের একাধিক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে।
পাকিস্তানে নির্বাচনের পর মোদী ইমরান খানকে ফোন করেছিলেন এবং দুই দেশের দারিদ্র, স্বাস্থ্য ও শিক্ষা সহ নানা সমস্যার বিরুদ্ধে একসঙ্গে মিলে লড়াই করার পরামর্শ দেন। তিনি বলেন কাশ্মীর হল দ্বিপাক্ষিক সমস্যা এবং পাকিস্তানের সাথে আলোচনা করে এর সমাধান করবে বলে জানান।
কিন্তু মোদীর এই সংযুক্তভাবে সমস্যা সমাধানের প্রস্তাব নাকচ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।তিনি জানান যে ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কোনো সম্ভাবনা নেই আর।