চলতি মাসেই বিক্রি হতে চলেছে এই বড় ব্যাংকটি, আপনার অ্যাকাউন্ট নেই তো এই ব্যাংকে?
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পাশাপাশি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেসরকারিকরণ খুব শীঘ্রই হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার
ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে সরকারি ব্যাংকের বেসরকারিকরণ নিয়ে দ্রুত গতিতে কাজ শুরু করা হয়েছে। অতীতে সরকারি কোম্পানির বেসরকারিকরণ এর পর এবারে সরকারি ব্যাংকের বেসরকারিকরণের কাজ দ্রুত গতিতে শুরু করেছে ভারত সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ হলেও ইতিমধ্যে সরকার অনেক কোম্পানির জন্য দরপত্র আহ্বান করে ফেলেছে। সরকারি ব্যাংকগুলোর বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে জোর কদমে। সেপ্টেম্বরে এই বেসরকারিকরণে পুরো প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় হরতাল হলেও নিজের সিদ্ধান্ত থেকে অটল থাকতে পারে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ভারতবর্ষের ব্যাংকিং নিয়মকানুনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসইউ ব্যাংকের বিদেশি মালিকানা ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সূত্রের খবর, ইতিমধ্যেই সরকারি খাতে দুটি ব্যাংককে শর্টলিস্ট করা হয়ে গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দুই সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, খুব শীঘ্রই মন্ত্রিসভা এই অনুমোদন পেতে চলেছে। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের মধ্যে এই দুটি ব্যাংকের মধ্যে অন্তত একটি ব্যাংকের বেসরকারিকরণ নিশ্চিত হয়ে যাবে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সরকারি খাতের ব্যাংকের দ্রুত বেসরকারি করনের উপরে কাজ করতে শুরু করেছে। আন্ত মন্ত্রণালয় আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। শিগগিরই এই বেসরকারিকরণের তারিখ এগিয়ে নিয়ে আসা হবে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ হবার পর বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীদের একটি বৈঠকে এই বেসরকারিকরণের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। মনে করা হচ্ছে চলতি অর্থবছরের মধ্যেই দুটি ব্যাংকের মধ্যে যেকোনো একটি ব্যাংকের বেসরকারিকরণ হয়ে যাবে।
কিন্তু কোন দুটি ব্যাংকের বেসরকারিকরণ সবার আগে হবে? ইতিমধ্যে নীতি আয়োগের তরফ থেকে বেসরকারি করনের জন্য দুটি PSU ব্যাংককে শর্টলিস্ট করা হয়েছে। এই দুটি ব্যাংকের মধ্যে রয়েছে ভারতের অত্যন্ত জনপ্রিয় ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এছাড়াও, ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারীকরণও খুব শীঘ্রই হবে বলে মনে করছেন কেন্দ্রীয় সরকারের ওই কর্মকর্তা।