যদি আপনিও ট্রেন সফর করেন এবং আপনিও অনলাইনে টিকিট বুকিং করতে অভ্যস্ত থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বড় আপডেট। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন, আইআরসিটিসি সম্প্রতি এই রেলের টিকিট বুকিং নিয়ে একটা বড় আপডেট নিয়ে এসেছে। এই নতুন আপডেট অনুসারে আপনি এবার থেকে আগের থেকেও বেশি সংখ্যায় ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
আপনারা হয়তো সকলেই জানেন, আইআরসিটিসি ওয়েবসাইট এবং তাদের সিস্টেমের ব্যাপারে অনেকেই অনেক কথা জানেন না। এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দেব আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে আপনারা প্রতি মাসে কয়টি টিকিট করতে পারবেন বুক।
আপনাদের জানিয়ে রাখি, এবার আপনারা আগের থেকে অনেক বেশি টিকিট প্রতি মাসে বুক করতে পারবেন নিজের আইআরসিটিসি একাউন্ট থেকে। তবে এর জন্য কিন্তু আপনাকে প্রথমে নিজের একাউন্টের সাথে আধার কার্ড যুক্ত করতে হবে। তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে ১২টি টিকিট বুক করতে পারবেন নিজের আইআরসিটিসি একাউন্ট থেকে। এই নতুন টিকিট বুকিং এর সুবিধা পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই নিজের আধার কার্ডের সঙ্গে আইআরসিটিসি একাউন্ট যুক্ত করতে হবেই।
এবার প্রশ্ন উঠছে, কিভাবে নিজের আইআরসিটিসি একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন আপনি। এর জন্য আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
1. প্রথমে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট http://irctc.co.in – এ যান ।
2. এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগইন করতে হবে।
3. এখানে হোম পেজে, আপনাকে ‘My Account’ অপশনে ‘Link Your Aadhaar’-এ ক্লিক করতে হবে।
4. এরপরে, আপনাকে আপনার আধার কার্ডে থাকা তথ্য লিখতে হবে, যেমন নাম, আধার নম্বর এবং ভার্চুয়াল আইডি। তারপরে চেক বক্সে যান এবং ‘Send OTP’ বিকল্পটি নির্বাচন করুন।
5. এর পরে, আপনার রেজিষ্টার করা মোবাইল নম্বরে OTP যাবে, যা আপনাকে লিখতে হবে এবং OTP ভেরিফাই করতে হবে। এরপরে আপনার KYC সম্পূর্ণ হবে।
6. KYC সম্পূর্ণ হওয়ার পরে, আপনার আধার IRCTC অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হবে।
7. এর পরে আপনি স্ক্রিনে নিশ্চিতকরণ লিঙ্কও পাবেন।
8. এরপরে, একবার আপনাকে IRCTC থেকে লগ আউট করতে হবে এবং IRCTC ওয়েবসাইটে আবার লগ ইন করতে হবে।