Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Puja Bannerjee: ‘মহাদেব’ খ্যাত পূজা ব্যানার্জী সাহসিকতার সাথে ভক্তদের স্তব্ধ করেছেন, এমন পোশাক পরেছেন, দেখুন ছবি

Updated :  Monday, September 19, 2022 11:24 AM

পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ। ২০২১’এই নিজের স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগতের অনেকেই। সেই সমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ছেলে কৃশিভকে নিয়েই সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পূজা ব্যানার্জী ভালোই অ্যাক্টিভ, তা তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেখলেই স্পষ্ট হয়। তিনি প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি ও পরিবারের সাথে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের বানানো রিল ভিডিও’ও শেয়ার করে থাকেন। এছাড়াও ছেলের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক অভিনেত্রী নিজেই তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কুনাল ও পূজা দুজনেই ব্যস্ততার ফাঁকে বেশিরভাগ সময়টাই কাটান তাদের ছেলে কৃশিভের সাথে।

Puja Bannerjee: 'মহাদেব' খ্যাত পূজা ব্যানার্জী সাহসিকতার সাথে ভক্তদের স্তব্ধ করেছেন, এমন পোশাক পরেছেন, দেখুন ছবি

সম্প্রতি আবারও অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ায়। যেখানে অভিনেত্রীকে কালো রঙের একটি রিভিলিং ক্রপটপ ও গোলাপি রঙের হাই থাই স্লিটেড লং স্কার্টে দেখা গিয়েছে। পায়ে ছিল মানানসই ট্রান্সপারেন্ট হাই হিলও। হালকা মেকাপে, খোলা চুলে এদিন দেখা দিয়েছেন তিনি। তার এই সাম্প্রতিক লুক যে আবারো গোটা সোশ্যাল দুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছে, পাশাপাশি মুগ্ধ করেছে তার ভক্তমহলকেও। সেকথা অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।

Puja Bannerjee: 'মহাদেব' খ্যাত পূজা ব্যানার্জী সাহসিকতার সাথে ভক্তদের স্তব্ধ করেছেন, এমন পোশাক পরেছেন, দেখুন ছবি

সম্প্রতি নিজের ঘনিষ্ঠ বন্ধু বন্দনা সাজনানি খাট্টারের সাথে কোন এক নামি হোটেলেই ডিনারে গিয়েছিলেন তিনি। সেখানেই তোলা নিজেদের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে ক্যাপশন হিসেবে পূজা ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তার মতো বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার। উল্লেখ্য, বন্দনা একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন প্রডিউসারও বটে। তবে এর পাশাপাশি তিনি নেটদুনিয়ায় নিজেকে ট্রাভেল ভ্লগার, ইনফ্লুয়েন্সার, মোটিভেশনাল স্পিকার হিসেবেও উল্লেখ করেছেন। বলাই বাহুল্য, অভিনেত্রীর পাশাপাশি বন্দনাও একটি কালো লং কাফতান ড্রেসে এদিন নজর কেড়েছেন সকলের।

Puja Bannerjee: 'মহাদেব' খ্যাত পূজা ব্যানার্জী সাহসিকতার সাথে ভক্তদের স্তব্ধ করেছেন, এমন পোশাক পরেছেন, দেখুন ছবি