টলিউডবিনোদন

Rajib Kumar: কেমন আছেন শ্রাবন্তীর প্রাক্তন প্রথম স্বামী? ছোটপর্দায় আবারো কামব্যাক রাজিবের

Advertisement

শ্রাবন্তী চ্যাটার্জী টলি পাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে চর্চায় থাকেন তিনি। কাজের থেকেও বেশি নিজের ব্যক্তিগত জীবনের সূত্র ধরে চর্চিত থাকতে দেখা যায় অভিনেত্রীকে। একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিয়ের পিঁড়িতেও বসেছেন তিনবার। তবে কোনোটিই টেকেনি। বর্তমানে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথে নাম জড়িয়েছে তার। উল্লেখ্য, এখনও পর্যন্ত তৃতীয় প্রাক্তন স্বামীর সাথে আইনি বিবাহ বিচ্ছেদ ঘটেনি। তবে বিচ্ছেদ না ঘটলেও অভিরূপের সাথে প্রায়ই দেখা মেলে এই টলি ডিভার।

তবে সম্প্রতি যার সূত্র ধরে চর্চায় অভিনেত্রী তিনি অন্য কেউ নন তার প্রথম প্রাক্তন স্বামী রাজীব কুমার। টলিউডের অন্যতম নামি চিত্র পরিচালক তিনি। খুব ছোট বয়সেই অভিনেত্রীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজিব। তবে ১৩ বছরের বৈবাহিক জীবন শেষ পর্যন্ত টেকেনি। একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নিয়েছেন তারা। তবে ছেলে অভিমন্যুর সাথে ভালোই সম্পর্ক রাজীবের। জানা গেছে, শনি-রবি বাবার সাথে দেখা করেন তিনি। আলোচনাও করেন কাজ নিয়ে।

শ্রাবন্তীর সাথে বিচ্ছেদের পর থেকে সেভাবে ছবি পরিচালনা করতে দেখা মেলেনি তার। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, তিনি সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের জন্য ছবি বানাতেন; কিন্তু এখন সেই সমস্ত পাঠ চুকে গেছে। পাশাপাশি তিনি এও অকপটে স্বীকার করেন, বর্তমান প্রজন্মের প্রযোজকরা যে ধরনের ছবি তৈরি করছেন তেমন ছবি বানানোর ক্ষমতা তার নেই। কিন্তু এখনো পরিচালকের বিশ্বাস ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে গেলে বিনোদনমূলক সিনেমার প্রয়োজন রয়েছে।

পাশাপাশি সাক্ষাৎকারে পরিচালককে এও বলতে শোনা গিয়েছে, বিনোদনমূলক ছবি তৈরি না হলে ফাইটমাস্টার, নেপথ্য নৃত্যশিল্পীদের ক্ষতি হয়ে যাচ্ছে। তারা খুব স্বাভাবিকভাবেই কাজ পাচ্ছেন না। পাশাপাশি যে সমস্ত দর্শকরা শুধুমাত্র বিনোদনের জন্য ছবি দেখেন তাদের কথাও মাথায় রাখতে হবে।

সাক্ষাৎকারে শ্রাবন্তীর প্রসঙ্গ উঠলে রাজীব জানিয়েছেন, তাদের মৌখিক বিচ্ছেদের পরেও তারা একসাথে কাজ করেছেন, ভবিষ্যতে সুযোগ পেলে আবারো করবেন। তবে ভবিষ্যতে ছেলে ঝিনুকের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন পরিচালক। ছোটপর্দা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরে বড়পর্দায় একাধিক হিট উপহার দিয়েছেন দর্শকদের। এই মুহূর্তে কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘আলোর ঠিকানা’র পরিচালনায় রয়েছেন রাজীব কুমার। আপাতত সেই সূত্র ধরেই চর্চার আলোয় শ্রাবন্তীর প্রাক্তন প্রথম স্বামী।

Related Articles

Back to top button