Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অসাধারণ কণ্ঠ! ছোট্ট মেয়ের গলায় মহালয়া! দেখুন ভাইরাল ভিডিও…

Updated :  Friday, September 20, 2019 8:53 AM

বীরেন্দ্র কিশোর ভদ্রর কণ্ঠে মহালয়া যেন আমাদের না শুনলেই নয়। মহালয়া না শুনলে পুজো পুজো ভাব এসেছে তা যেন মনেই হয় না। পুজো মানেই কাশফুল। পুজো মানেই ঢাকের বোল। পুজো মানেই ধুনুচি নাচ। পুজো মানেই শরতের আকাশ। আর পুজো মানেই বীরেন্দ্র কিশোর ভদ্রের কন্ঠে মহালয়া। পুজোর ১৫ দিন আগে আসে মহালয়া।

মহালয়ের সকালে ভোর পাঁচটায় ঘুম ভাঙে রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের কন্ঠে মহালয়া শুনে। মহালয়া না শুনলে পুজো এসেছে তা মনেই হয় না। তবে পুজোর আগে এই ছোট্ট মেয়ে চমকে দিল সকলকে। পুরো মহালয়া কোনও কিছু না দেখে অসম্ভব সুন্দর কণ্ঠে পাঠ করে যাচ্ছে। একবারও তার কাঁপছে না গলা। এই ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।