কলকাতার গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানকে অবশেষে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শুক্রবার রাতে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আমির খানকে। পলাশী চালিয়ে আমিরের বাড়ি থেকে ১৭ কোটির বেশি টাকা উদ্ধার করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সময় থেকেই কার্যত গা ঢাকা দিয়েছিলেন আমির খান। শনিবার ধৃতকে ব্যাংকশাল আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।
এটি মোবাইল গেমিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল গার্ডেন নিচের ব্যবসায়ী আমির খানের বিরুদ্ধে। তদন্তে নেমে গার্ডেনরিচের শাহী আস্তাবল গলি, পার্ক স্ট্রীট, মমিনপুর বন্দর এলাকা এবং নিউটাউন সহ শহরের ছয়টি জায়গায় গত ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই তদন্তকারী সংস্থার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমির খানের ঘরের খাটের তলা থেকে বান্ডিলের পর বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করা হয় তার বাড়ি থেকে। এই ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল সারা রাজ্যে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতল্লাশি অভিযানের সময় একটি প্রেস বিবৃতি জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছিল, গার্ডেন রিচের ব্যবসায়ী নিসার আহমেদ খানের ছেলে আমির খানের বিরুদ্ধে পার্ক স্ট্রীট থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই পুরনো মামলার তদন্তে নেমে আমিরের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, একটি মোবাইল গেমিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বহু গ্রাহককে প্রতারণা করেছেন আমির খান এবং তার সহযোগীরা। অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করা হয়। ওই FIR এ ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪৬৮, ৪৭১ এবং ৩৪ ধারায় প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়।