দেশনিউজ

7th Pay Commission: ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট, নভেম্বরে লক্ষাধিক কর্মচারীর অ্যাকাউন্টে আসবে টাকা

এই সম্পর্কে একটি নতুন চিঠি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে

Advertisement

কেন্দ্রীয় সরকার সম্প্রতি তাদের কর্মচারীদের জন্য একটি বড় আপডেট নিয়ে এসেছে যেখানে আপনি, ১৮ মাসের ডিএ এরিয়ার একসাথে পেয়ে যাচ্ছেন। ১৮ আগস্ট ২০২২ সালে ন্যাশনাল কাউন্সিলের স্টাফ সাইডের সচিব শিব গোপাল মিশ্রা ন্যাশনাল কাউন্সিলের অধ্যক্ষকে একটি চিঠি লিখে বিষয়টি পরিষ্কার করেছেন। এই চিঠিতে তিনি কর্মচারীদের ডিএ বকেয়া নিয়ে আলোচনা করেছেন। এই চিঠি সামনে আসার পরেই মনে করা হচ্ছে এবার বকেয়া সমস্ত মহার্ঘ ভাতা ক্লিয়ার করবে ভারত সরকার।

মনে করা হচ্ছে নভেম্বর মাসে এই সমস্যাটি মন্ত্রিপরিষদ সচিবের সাথে আলোচনা করা যেতে পারে এবং লক্ষ লক্ষ কর্মচারী তাদের বকেয়া মহার্ঘ ভাতা পেতে পারেন। বর্তমানে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো না হলেও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে। এই চিঠিতে ১৮ মাসের মহার্ঘ ভাতা বকেয়া সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। সচিব এবং জাতীয় পরিষদের সদস্যরা বকেয়া পরিশোধের বিষয়ে আলোচনা করতে চলেছেন। পাশাপাশি অর্থ প্রদানের বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে। সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্তে আরো বলেছেন, করোনা সংকটের কারণে পেনশন এবং বেতন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যদি সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে কর্মচারীদের এই সমস্ত বেতন পরিশোধ করা হবে।

পাশাপাশি আদালত জানিয়েছে, এটি কর্মচারীদের অধিকার এবং তাদের এই টাকা পাওয়া উচিত। মহার্ঘ ভাতা এবং ডিআর না দেওয়া এই ধরনের কর্মচারীদের অনেকটা ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুসারে কর্মচারীদের ১১ শতাংশ মহার্ঘ ভাতা বন্ধ করে সরকার ৪০ হাজার কোটি টাকা বাঁচিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার ১৮ মাসের বকেয়া পরিশোধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ইতিমধ্যেই। এতে সরাসরি দেশের ৪৮ লক্ষ কর্মচারী এবং ৬৪ লক্ষ পেনশন ভোগী উপকৃত হতে চলেছেন।

Related Articles

Back to top button