নেতাদের বড় বড় ছবি টাঙিয়ে, তাতে মালা দিয়ে, বিজেপির তর্পণ করেছেন মহালয়ায়। মদন মিত্রের সুস্থতা এবং রুচি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যেই। কামারহাটি তৃণমূল বিধায়কের এই কীর্তি নিয়ে এবারে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে তিনি বললেন, শুধুমাত্র প্রচার পাবার জন্য মদন মিত্র এইরকম কাজ করছেন। যদিও সমস্ত দিক থেকে বিতর্কের শিকার হয়েও নিজের অবস্থানে অনড় রয়েছেন মদন মিত্র। উল্টোদিকে তার উদ্দেশ্যে করা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মদ মন্তব্য নিয়ে বিধানসভার কাছে বিচার চেয়েছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন।
রবিবার বাবুঘাটে গিয়ে বিজেপির তর্পণ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদনের দাবি, রাজনৈতিক ময়দানে বিজেপির মৃত্যু হয়েছে এবং সেই জন্যই এই তর্পনের আয়োজন করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিতে দেখা গিয়েছে মদন মিত্রকে। যদিও তিনি জানিয়েছেন, তিনি চাইছেন ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন তারা। কামারহাটি তৃণমূল বিধায়কের এই দর্পণকাণ্ড নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সূত্রপাত হয়েছে। বিধায়কের এই কান্ড নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে বিধানসভার আঙিনাতে। বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, “এসব করে ভালো দৃষ্টান্ত স্থাপন করছেন না কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এই সমস্ত করে কি কোন ভাবে গৌরব বৃদ্ধি পাবে? আমি কিন্তু জানিনা। শুধুমাত্র সংবাদমাধ্যমের সামনে পাবলিসিটি পাওয়ার জন্য উনি এই সমস্ত করছেন।”
যদিও নিজের অবস্থানে এখনো পর্যন্ত স্থির আছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলছেন, ‘ইতিমধ্যেই বিজেপির অন্তর্জলী যাত্রা হয়ে গিয়েছে। যেটুকু চলছে সেটা শুধুমাত্র বিভিন্ন এজেন্সি ব্যবহার করে চলছে। তাই ওদের জন্য একটু তর্পণ করেছি। ওদের নেতাদের ছবি ওখানে ছিল এবং তাই দেখে আমি মালা পরিয়েছি। ঠিকই করেছি। যদি দল বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই কর্মে অসন্তুষ্ট হন তাহলে আমি ক্ষমা চেয়ে নেব।”
যদিও বিমানের বক্তব্য নিয়েও স্পষ্ট বক্তা মদন মিত্র। তিনি বলছেন, “স্পিকারের তো এমনই হওয়া উচিত। যদি এটা বিজেপি দলের হতো তাহলে কিন্তু এরকম হত না।” এর সঙ্গে কামারহাটির বিধায়ক শুভেন্দু অধিকারীর তার বিরুদ্ধে করা মদ মন্তব্য নিয়ে বিধানসভার কাছে বিচার চেয়েছেন। তিনি বলেছেন, “শুভেন্দু মদ নিয়ে যা বলেছেন সেটাও কিন্তু খতিয়ে দেখা উচিত বিধানসভার।” ঘটনাচক্রে, দলবদলের পর মদনকে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একাধিক বার তাকে চিহ্নিত মাতাল বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গে এবার টেনে এনে তৃণমূল বিধায়ক মদন মিত্র তাকে কটাক্ষ করেছেন।