Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মানিকচক ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা, ভেসেল উল্টে গঙ্গায় নিখোঁজ ১০ জন

Updated :  Tuesday, November 24, 2020 9:41 AM

মালদা: প্রথমে সুজাপুর আর এবার মানিকচক ফেরিঘাট। মালদায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কিছুদিন আগে মালদার সুজাপুরের এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হচ্ছে না। তারই মাঝে এবার মানিকচক ফেরিঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। যেখানে ভেসেল উল্টে গঙ্গায় তলিয়ে গিয়েছে ৮টি ট্রাক। এ ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় লরি চালক ও খালাসি সহ কমপক্ষে ২০-২২ জন গঙ্গায় তলিয়ে যান। যার মধ্যে অনেকে সাঁতার কেটে পারে উঠে আসেন অনেকেই। কিন্তু ১০ জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। যারা সাঁতার কেটে ওপরে উঠে এসেছেন তাদের মধ্যে এখনও এই ভয়ঙ্কর দুর্ঘটনার ভীতি কাটেনি। এমনকি যে ১০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নিয়ে খুবই চিন্তিত সাঁতার কেটে উঠে আসা বাকিরা।

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, প্রতিদিনই ঝাড়খণ্ডের রাজমহল ঘাট থেকে মানিকচক ফেরিঘাট পর্যন্ত ভেসেল চলাচল করে।। এদিন ওই ভেসেলে দশটি পাথর বোঝাই লরি ছিল। স্থানীয়দের অনুমান, ওভারলোড হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে মালদার মানিকচক থানার পুলিশ। গঙ্গায় ডুবুরি নামিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ১০ জনের খোঁজ চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।