Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: মানুষের মতো দেখতে বাচ্চার জন্ম দিলো একটি ছাগল! দেখে অবাক নেটজনতা

Updated :  Sunday, January 2, 2022 10:58 AM

বর্তমানে ইন্টারনেটের যুগে যে কোন খবর নিমেষের মধ্যে দেশের এক প্রান্ত থেকে চলে যায় অন্য প্রান্তে। ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকে যা হয়ত দেখে রীতিমতো চমকে উঠতে হয়। যা দেখলে মনে হয় এমনো কি হতে পারে! তবে এমন কিছু ঘটনা মাঝে মাঝে ঘটে যা আমাদের সত্যিই অবাক করে দেয়। সম্প্রতি আসামে ঘটা তেমনই এক অদ্ভুত ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাজানি হয়েছে সকলের মধ্যে। সেই ঘটনা শুনে রীতিমত অবাক হয়েছেন নেটনাগরিকদের একাংশ।

একটি পূর্ণবয়স্ক ছাগল মানুষের মতো দেখতে একটি বাচ্চার জন্ম দিয়েছে, যা দেখে অবাক সকলেই। ঘটনাটি আসামের ধোলাই বিধানসভা কেন্দ্রের গঙ্গাপুর গ্রামের। শঙ্কর দাসের বাড়িতে ঘটেছে এমন ঘটনা। তিনি সেখানকারই বাসিন্দা। তার পোষ্য এই ছাগলটি এদিন মোট তিনটি সন্তানের জন্ম দিয়েছিল। তার মধ্যে দুটি স্বাভাবিক হয়েছে বলেই জানা গিয়েছে। তবে তৃতীয় সন্তানটি একেবারেই মানুষের মতো দেখতে।

উল্লেখ্য, ছাগলটির চোখ, নাক, মুখ, কান মানুষের মত হয়েছে। তার কোনো লেজ ছিল না। শরীরে ছিল দুটি অঙ্গ। অবশ্য এই ছাগলটি বেশিক্ষণ বাঁচেনি। এই ছাগলটির জন্ম হওয়ার পর সেই খবর পেয়ে আশেপাশের বহু লোকজন তাকে দেখতে এসেছিল শঙ্কর দাসের বাড়িতে। তাদের মধ্যে কেউ একজন এর ছবি তুলে শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা এই মুহূর্তে ভাইরাল।

তবে এমন ঘটনা এই প্রথম ঘটছে না। এর আগেও বহুবার এমন ধরনের ঘটনা ঘটতে শোনা গিয়েছে বিভিন্ন জায়গার। গরু, ছাগল, মোষ এমন ধরনের বিভিন্ন পশুর ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে শোনা গিয়েছে। আসলে এর একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। এটা এক ধরনের রোগ বলা যায়। সে কথা নিজেই আসামের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডাক্তার পার্থঙ্কর চৌধুরী। এই রোগের নাম, অ্যানাসারকা (Anasarca)।