গোয়ায় দেখা মিলল কালো চিতার

গোয়া : লকডাউনে গোয়ায় দেখা দিল বাঘিরা, দ্য জাঙ্গল বুক খ্যাত বিখ্যাত কাটুন চরিত্র বাঘিরার ন্যায় একটি কালো চিতার দেখা মিলল গোয়ায়। কালো চিতা বা ব্ল্যাক প্যান্থারের দেখা মিললেই তার তুলনা করা হয় বাঘিরার সঙ্গে। এবারও সেই ঘটনার ব্যতিক্রম হল না। ছোটদের পাশাপাশি বড়দের মধ্যেও সমান জনপ্রিয় বাঘিরা। গভীর জঙ্গলে থাকা দুস্প্রাপ্য ব্ল্যাক প্যান্থারের দেখা সহজে মেলে না। সামনে থেকে কালো চিতা দেখেছেন এমন মানুষের সংখ্যা বিরল।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তাঁর টুইটার হ্যান্ডেল শেয়ার করেছেন সেই কালো চিতার ছবি। দক্ষিণ গোয়ার নেত্রভালী অভয়ারণ্যে এই প্রথম কালো চিতা ক্যামেরাবন্দী হয়েছে। নেত্রভালী অভয়ারণ্যে আরও কালো চিতা আছে কি না তা খতিয়ে দেখছে বন দফতরের আধিকারিকরা।

লকডাউনে স্বাধীন ভাবে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বন্যপ্রানীদের। কখনও কচ্ছপের দল দখল করছে বিচ, তো কখনও রাস্তায় দেখা মিলছে ময়ূরের। এবার দেখা মিলল কালো চিতার। বাস্তবে বাঘিরার দেখা পাওয়ায় উচ্ছ্বসিত নেটদুনিয়া শেয়ার করছে এই ছবি।