কাবুল: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। মর্মান্তিক এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ন’জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কার্যত বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত সকলে।
আজ, রবিবার এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে কাবুলের PDF of the city-র Spin Kalay Square-এ। সাত সকালে ছুটির দিনে এমন বিস্ফোরণের ঘটনায় কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তাবুলবাসী। আফগানিস্তান মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে তিনটি গাড়িকে বিস্ফোরণের জেরে জ্বলতে দেখা গিয়েছে। কিন্তু এই তিনটি গাড়ি বিস্ফোরণের উৎসস্থল, নাকি বিস্ফোরণ ঘটার ফলে এই তিনটি গাড়ি ছিল, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এমনকি এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
জানা গিয়েছে যে, কাবুলের সাংসদ সদস্য হাজি খান মহম্মদ ওয়ার্দাককে নিশানা করে হামলার ছক করা হয়েছিল। যদিও এ বিষয় নিজের মুখে স্বীকার করেননি তিনি। তবে এই সাংসদ নিরাপদেই আছেন বলে কাবুলের তরফ থেকে জানানো হয়েছে। একদিকে যখন গোটা বিশ্ব করোনা পরিস্থিতিতে জেরবার, তখন আফগানিস্তানের রাজধানীর বুকে এমন ভয়াবহ ঘটনা, তাও আবার রবিবার সকালে, চিন্তায় ফেলে দিয়েছে কাবুল সরকারকে। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।