Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খেলতে খেলতে নাবালকের মৃত্যু, ঘটনা তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ

কলকাতা: ছোটবেলায় বন্ধুদের সঙ্গে গলিতে বা মাঠে খেলাধুলা করা খুবই স্বাভাবিক একটা চিত্র। খেলার সময় বন্ধুবান্ধবদের সঙ্গে খুনসুটি ও ঝগড়াও খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তা থেকে কারোর মৃত্যু খুবই অস্বাভাবিক…

Avatar

কলকাতা: ছোটবেলায় বন্ধুদের সঙ্গে গলিতে বা মাঠে খেলাধুলা করা খুবই স্বাভাবিক একটা চিত্র। খেলার সময় বন্ধুবান্ধবদের সঙ্গে খুনসুটি ও ঝগড়াও খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তা থেকে কারোর মৃত্যু খুবই অস্বাভাবিক ও মর্মান্তিক। আর এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গড়িয়হাটের ডোভার লেন টেরেসের কাছে এক স্থানীয় বস্তিতে।

জানা গিয়েছে, স্থানীয় বস্তির কিছু ছেলে রাস্তার মধ্যে খেলাধুলা করছিল। তখন তাদেরই মধ্যে দু’জন বন্ধুর মধ্যে বচসা বাধে। যা তর্কাতর্কি থেকে হাতাহাতিতে পৌঁছে যায়। এর ফলে এক বালক গুরুতর আহত হয়। তার মাথায় চোট লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু মৃত্যুর কারণ কী, তা সঠিকভাবে এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ। প্রাথমিকভাবে তাদের অনুমান এটা ইচ্ছাকৃত খুন নয়।

About Author