পুলিশ থেকে পালাতে সাংঘাতিক স্টান্ট করল একটি গাড়ি, ভিডিও দেখে ভয় পেলেন আনন্দ মাহিন্দ্রাও

আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।

এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আসলে অনেকেই বিভিন্ন দিকে প্রতিভাবান হয়। আবার অনেক সময় ভাইরাল হয় রোমহর্ষক স্টান্টের ভিডিও। সম্প্রতি একটি স্টান্ট এর ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়েছেন খোদ আনন্দ মাহিন্দ্রাও। কি ছিল সেই ভিডিওতে?

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে একটি পুলিশের গাড়ি তাড়া করেছে একটি এসইউভি গাড়িকে। ভিডিওতে মার্সিডিজ জি-ওয়াগন ধাওয়া করার সময় হটাৎ রাস্তায় চলা একটি ট্রেলারে চড়ে যায়। ট্রেলারের পিছন দিকে ধাক্কা খেয়ে জি-ওয়াগন রাস্তার অন্যপাশে চলে যায় এবং ডিভাইডার টপকে নিরাপদে অবতরণ করে। যেন কিছুই হয়নি, জি-ওয়াগনকে আবার দ্রুত গতিতে চলতে দেখা যায়। কিন্তু পুলিশের গাড়িটি ডিভাইডারে আটকে যায়। এই অদ্ভুত স্টান্ট দেখে আনন্দ মাহিন্দ্রা অবাক হয়েছেন ও বলেছেন যে এরকমভাবে তাঁর কোম্পানির SUV টেস্ট করা হবে না। তাঁর এই টুইট ব্যাপক ভাইরাল হয়েছে। তবে এই স্টান্ট ভিডিও আসল না কম্পিউটার গ্রাফিক্স দিয়ে বানানো, সেই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।