Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উরফি জাভেদের পোশাক দেখেই কেঁদে উঠলো এক বাচ্চা, ভিডিও ভাইরাল ইন্টারনেট দুনিয়াতে

Updated :  Thursday, October 26, 2023 5:12 PM

আধুনিক সময়ে প্রত্যেকটি মানুষের সঙ্গী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া দুনিয়া। আর এই সোশ্যাল মিডিয়াতে প্রায় নিত্যনতুন এমন এমন কিছু জিনিস দেখা যায় যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো বিষয় নিয়ে চলতেই থাকে বিতর্ক। আর বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন। নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি। তবে এবার তাঁকে দেখে এবার কেঁদেই ফেললো এক বাচ্চা। ঠিক কি হয়েছিল?

সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে দেখা গিয়েছে এই মডেল অভিনেত্রীকে। উরফির পরনে ছিল সাদা রঙের সাটিনের আউটফিট। গলা থেকে পা পর্যন্ত এই আউটফিটের কোথাও ছিল না স্লিভ। ফলে উরফির দুই হাত আউটফিটের ভিতরেই ছিল। আউটফিট জুড়ে ছিল অজস্র প্লিট। উরফীকে দেখেই কাঁদতে শুরু করে ওই বাচ্চা। শিশুটির মা-বাবা উরফির সাথে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। তবে মডেল-অভিনেত্রী বুঝতে পারেন, তাঁর হাত দেখতে না পেয়ে বাচ্চাটি উরফিকে ভুত ভেবেছে। তিনি নিজে একই কথা বলেন। এই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)