বর্তমান সময়ে বিনোদন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। আট থেকে আশি সকলেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে রাখে। বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি স্টার হয়ে যায় অনেক মানুষ। কি শুনে বিশ্বাস হল না! আচ্ছা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা সকলেই সম্প্রতি বাদাম কাকুর নাম শুনেছেন। বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম হবে। তিনি বাদাম বিক্রি করতে করতে বর্তমানে সোশ্যাল মিডিয়ার স্টার একজন। লোকের ঘরে ঘরে বাজছে জনপ্রিয় বাদাম সং রিমিক্স।
আসলে বাদাম বিক্রি করার জন্য বীরভূমের ভুবন কাকু গান গেয়ে ক্রেতাদের মন আকর্ষণ করার প্ল্যান করেছিলেন। তবে তাঁর গানের গলা মুগ্ধ করেছে সকলকে। দেশে বিদেশের বড় বড় শিল্পী, বাদাম কাকুর সাথে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন। ভুবন বাদ্যকর দীর্ঘদিন ধরেই এভাবেই গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করেন। কিন্তু কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড হয় এবং ভাইরাল হয়ে যাওয়ার পর তাঁর জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। বর্তমানে তো দেশ-বিদেশ থেকে বিভিন্ন মানুষের সে তাঁর সঙ্গে দেখা করে যান।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপকভাবে রয়েছে যেখানে দেখা গিয়েছে একরত্তি একটি শিশু ভুবন বাদ্যকরের গানটি গেয়ে শোনাচ্ছি। সে ঠিকঠাক হাঁটতে-চলতে না শিখলেও চেয়ারের উপর বসে নিখুঁতভাবে তালে তাল মিলিয়ে গানটি গেয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ওই শিশুটি এখনো আমতা আমতা ভাবে কথা বলতে পারে। কিন্তু এত ছোট বয়সে ভাইরাল কাঁচা বাদাম গান গেয়ে নেটিজেনদের অবাক করে দিয়েছে ওই একরত্তি।
বিশেষ করে গানের শেষে মিউজিকের তালে চিৎকার করতে করতে এসে অরজিনাল গানের মত উইও বলে গান গাওয়া শেষ করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ওই খুদে শিশুটিকে বেশ কিউট লাগছিল গানটি করার সময়। ইতিমধ্যেই ভিডিওতে ১২ হাজারের বেশি লাইক চলে এসেছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside