উত্তর ২৪ পরগণা: দমদমে (Dumdum) বহুতল আবাসন (Flat) থেকে উদ্ধার হল পচাগলা জোড়া দেহ। এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়াল তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটে দমদমের গোরবাজারের (Gorabajar) একটি অ্যাপার্টমেন্টে।
বিগত ছয় বছর ধরে দমদমের ভাড়া থাকতেন অনিকেত বন্দ্যোপাধ্যায় ও দেবদূতি নামে এক পুরষ ও এক মহিলা। তাঁরা সম্পর্কে ভাই বোন ছিলেন বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, অ্যাপার্টমেন্টে ভাড়া থাকলেও এলাকার মানুষের সঙ্গে সেইভাবে যোগাযোগ ছিল না। কারও সঙ্গেই তাদের বিশেষ সদ্ভাব ছিল না। স্থানীয়দের অভিযোগ, পরিবারের সঙ্গেও সুসম্পর্ক ছিল না অনিকেত ও দেবদূতির। ফলে তাঁদের জীবনযাপনের বিষয়ে খুব একটা বিস্তারিত কেউ বলতে পারেননি।
গত কয়েকদিন ধরেই এলাকায় কারোর চোখে পড়েনি ওই ছেলেটি এবং মেয়েটি। ওই ঘরের দরজা খুলে যাতায়াত করতেও দেখা যায়নি দুজনের মধ্যে কাউকে। এরপরই শনিবার সকালে এই বহুতলের বাসিন্দারা পচা গন্ধ পান। সন্দেহ হওয়ায় তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ আসলে দরজা ভাঙা হয় এবং দেখা যায় ভেতরে দুজনের লাশ ঝুলছে সিলিং থেকে। আত্মহত্যা নাকি খুন? রহস্যের জট এখনও কাটেনি। এই ঘটনার জেরে তদন্তে নেমেছে পুলিশ। ঝুলন্ত মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। কি কারণে এমন মৃত্যু হল তাদের খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়না তদন্তের প্রথমিক রিপোর্ট এলে বোঝা যাবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তাদের। এই ঘটনার জেরে আতঙ্কিত ওখানকার স্থানীয় বাসিন্দারা।