উত্তরপ্রদেশঃ শারীরিক প্রতিবন্ধী মহিলাকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজন ব্যাক্তিকে। বুধবার লখনৌ থেকে প্রায় ১২২ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের কন্নৌজ জেলার একটি গ্রামে এক মহিলাকে জুতোর মালা পড়িয়ে কুজকাওয়াজ করানো হয়। ঘটনাসূত্রে জানা গিয়েছে ওই মহিলা শারীরিকভাবে অক্ষম । মহিলার কয়েকজন পরিচিত আজ সকালে এই ঘটনার অভিযোগ করেছেন।
পরে তদন্ত করে পুলিশ জানতে পারে ওই মহিলার স্বামী দুই মাসে আগেই মারা গেছেন, গ্রামের লোকেরা জানিয়েছেন তিনি আত্মহত্যা করেছেন।পুলিশ আরও জানায় ওই মহিলার একজন পুরুষ বন্ধু ছিলো। কিন্তু গ্রাম্য এলাকায় এই ধরনের ঘটনা সাধারনত সবাই খারাপ চোখে দেখার কারনে ওই মহিলাকে অনেকদিন ধরেই শাস্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিলো।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার আত্মীয়রা তাদের বন্ধুত্ব পছন্দ করতেন না ।ভিডিওতে দেখানো হয়েছে যে ওই প্রতিবন্ধী মহিলা আর তার পুরুষ বন্ধুকে গলায় জুতোর মালা পড়িয়ে তাদের রাস্তা দিয়ে হাটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর গ্রামের লোকেরাও তাদের পিছন পিছন হেটে যাচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ওই দুই আসামি ওই মহিলারই আত্মীয়, তাদেরও গ্রেফতার করা হয়েছে।
এমনকি এই ঘটনায় ওই মানসিক প্রতিবন্ধী মহিলার মাথার চুল কেটে দেওয়া থেকে মুখে কালি লাগিয়ে হেনস্থা করা সব ঘটনার পেছনে আরো অনেক মহিলা যুক্ত আছেন। এখনো পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছেন, আর এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হলেও তাদের শীঘ্রই আদালতে তোলা হবে বলেও জানা গিয়েছে।