দেশনিউজ

১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের মধ্যে চরম বিভ্রান্তি

Advertisement

নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে, যার ফলে মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করেছে উদ্ধব ঠাকরের সরকার। এর মধ্যে ট্রেন চলাচল নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়েছে। যাতে লেখা রয়েছে আগামী ১ ডিসেম্বর থেকে পুনরায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। এই ভুয়ো মেসেজে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।

এর পাশাপাশি এই ভুয়ো মেসেজে লেখা হয়েছে যে, করোনা স্পেশাল ট্রেন পর্যন্ত বাতিল করা হবে ১ ডিসেম্বর থেকে। যার ফলে যেসব যাত্রীরা ইতিমধ্যেই ট্রেন বুকিং করে ফেলেছেন, তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। যাতে যাত্রীদের মধ্যে এই নিয়ে কোনও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে জানানো হয়েছে যে, এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো। ব্রেলের তরফ থেকে এমন কোনও মেসেজ দেওয়া হয়নি বলেই পিআইবি এক বিবৃতি প্রকাশ করে সকলকে জানিয়েছে। নিত্যদিন এরকম নানানরকম ভুল খবর ছড়িয়ে পড়ছে বলে ফ্যাক্ট চেকাররা তা নিয়ে সদাসর্বদা কাজ করে চলেছে। যাতে এমন ভুয়ো খবর ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়।

Related Articles

Back to top button