Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রজাতন্ত্র দিবস স্পেশাল! প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে কুচকাওয়াজে যোগ দেবেন ভাবনা

Updated :  Tuesday, January 19, 2021 1:00 PM

নয়াদিল্লি: বেশ কিছুদিন আগে ভারতীয় বিমান বাহিনীতে (Indian Air Army) যে ৩জন মহিলা চালকের স্থান হয়েছিল। তাঁদের মধ্যে একজন হলেন ভাবনা কান্থ (Bhabna Kanth)। ইনি প্রথম মহিলা ফাইটার জেট চালক হিসাবে এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে চলেছেন। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ট্যাবলোর অংশ থাকবেন তিনি। যেখানে মূলত তুলে ধরা হবে মেক ইন ইন্ডিয়ার (Make In.India) আদর্শ।

এ প্রসঙ্গে ভাবনা বলেছেন, ‘ছোটবেলা থেকে টেলিভিশনে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখা আমাদের অভ্যাস। এখন গর্বের বিষয় আমি সেই কুচকাওায়াজে অংশ নিতে পারছি। রাফাল বা সুখোইয়ের মতো ফাইটার জেট চালাতে দিলেও আমি ভীষণ আনন্দিত হব।’

কুচকাওয়াজে থাকবে এলসিএ তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার, রোহিনী র‌্যাডার, আকাশ মিসাইল ও সুখোই ৩০এমকেআই। অন্য দিকে, এ বারের প্রজাতন্ত্র দিবসের দিন প্রথমবারের জন্য আকাশে উড়তে দেখা যাবে রাফাল বিমান। একটি বিশেষ আকারের ফর্মেশন গড়ে এই রাফাল বিমানগুলি আকাশে উড়বে ২৬ জানুয়ারির অনুষ্ঠানে।