ক্যালিফোর্নিয়া: ভয়ঙ্কর দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া। স্যাকরামেন্টোর উত্তরে দাবানলে তীব্রতার বিস্ফোরণের জেরে তিনজনের মৃত্যু হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিপদের সম্মুখীন। এ বছর ক্যালিফোর্নিয়ায় দাবানল প্রকোপে মৃত্যু বেড়ে দাঁড়াল ১১।
এই প্রসঙ্গে জনশেরিফ কোরি হনিয়া জানিয়েছেন, দুটি আলাদা অবস্থান থেকে মিলেছে তিনজনের দেহ। তিনি আরও বলেন, ‘দাবানলের প্রকোপ এতটাই বেশি এবং হাওয়ার তীব্রতা অনেক বেশি থাকায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়ছে। খুব দ্রুত তিন সপ্তাহের বেশি সময় ধরে ক্যালিফোর্নিয়ায় দাবানল জ্বলছে।’ সূত্রের খবর, ২৫ কিলোমিটার এলাকা গ্রাস করেছে এই দাবানল। হাজার হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
বুধবার ওরোভিলের কাছে কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। সেখানকার বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত দু’বছর আগে এই ভয়ানক দাবানলের প্রকোপে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই অঞ্চল।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন জানিয়েছেন, ২৪ ঘণ্টায় গড়ে এই দাবানলের আগুন ৪০০ বর্গমাইল এলাকা পুড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা যা আগে কখনও ঘটেনি। দমকলকর্মীদের হিসেব, গত সপ্তাহে সেখানকার নানা প্রান্তে নিদেনপক্ষে এমন ১২ হাজার বজ্রপাত হয়। সেখান থেকেই শুরু দাবানলের, যা ইতিমধ্যে বিধ্বংসী চেহারা নিয়েছে।