উপার্জনের আশায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল এক মৎস্যজীবীর। মৃত ওই মৎস্যজীবী দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া এলাকার বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উদয় মন্ডল ও জগ ঢালি নামে দুই মৎস্যজীবী সুন্দরবনের ভাইজোড়া খালের কাছে মাছ ধরতে গিয়েছিলেন। নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরতে গিয়েই হয় বিপত্তি।
উদয় মন্ডলের উপর লাফিয়ে পরে একটি বাঘ। সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় দক্ষিণরায়। জগ ঢালির সামনে এই ঘটনা ঘটলেও সে কিছু করতে পারেনি। কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সে গ্রামে ফিরে আসে। আর গ্রামে ফিরে পুরো বিষয়টি জানান। তারপর খবর দেওয়া হয় সজনেখালি বন দফতরের অফিসে।
মৃত মৎস্যজীবী ছিল সংসারের একমাত্র উপার্জনকারী। তাঁর এই মৃত্যুতে পরিবার ও পরিজনেরা শোকস্তব্ধ হয়ে পড়েছে। এদিকে ওই মৃত ব্যক্তির দেহের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। শেষ খবর অনুযায়ী এখনও দেহের সন্ধান মেলেনি। ওই মৃত ব্যক্তির কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।