Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শিবরাজ রাজ্যে এবার নির্ভায়াকাণ্ডের ছায়া, ধর্ষণ করে গোপনাঙ্গে ঢোকানো হল রড

Updated :  Monday, January 11, 2021 4:00 PM

মধ্যপ্রদেশ: এবার  নির্ভয়া গণধর্ষণের মতো ঘটনা ঘটল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। চার পুরুষের লালসার শিকার হলেন এক দরিদ্র (Poor) মহিলা (Woman)। এখানেই থেমে থাকেনি বর্বরকা, জানা যাচ্ছে গণধর্ষণের পর নির্যাতিতা মহিলার গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় অভিযুক্তর। জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আমালিয়া থানা এলাকায় শনিবার (Saturday) গভীর রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রায় চার বছর আগে নির্যাতিতার  স্বামী মারা যান। তিনি দুই নাবালক সন্তান  এবং তার বোনকে নিয়ে একটি ঝুপড়িতে থাকেন।  সেখানেই একটি গুমটি দোকান চালান মহিলা।

শনিবার গভীর রাতে এক অভিযুক্তরা তাঁর বাড়িতে এসে জল চায়। মহিলা রাতে  জল  দিতে  অস্বীকার করলে তারা ঝুড়িতে জোর করে ঢুকে তাঁকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এতেও তাদের পাশবিকতা মেটেনি,  পালিয়ে যাওয়ার আগে তারা নির্যাতিতার যৌনাঙ্গে একটি লোহার রড ঢুকিয়ে দেয়

অটোরিকশায় করে ওই অবস্থায় নির্যাতিতাকে  আমালিয়া পুলিশে স্টেশনে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান হয়। পরে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্যনির্যাতিতাকে রেওয়া সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজে ভর্তি করা হ। হয়। হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান চিকিৎসক কল্পনা যাদব বলেন, “নির্যাতিতাকে  আশঙ্কাজনক অবস্থায় এখানে আনা হয়েছিল, তাঁর অবস্থা খারাপ ছিল। যৌনাঙ্গে রডের কারণে ক্ষত তৈরি হয়েছে, যার অস্ত্রোপচার করা হয়েছে, তবে তিনি এখন বিপন্মুক্ত। ”

রেওয়া রেঞ্জের আইজি উমেশ জোগা জানান, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে ৪ অভিযুক্তরে গ্রেফতারও করা হয়েছে। অভিযুক্তরা ওই গ্রামেরই বাসিন্দা বলে জানা যাচ্ছে। পুলিশ ৩৭৬,৩২৪,৫৪২, ৩৪ ধারায় মামলা দায়ের করেছে করেছে। অভিযুক্তদের মধ্যে দু’জনের পরিচয় লাল্লু কোল, ভাইলাল প্যাটেল। অভিযুক্তরা দ্রুত শাস্তি পাবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।