বিনোদন জগতের এখন প্রধান তারা সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলের হাতে মোবাইল ফোন চলে আসায় এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে। তাই তো গোটা বিশ্বে জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। বর্তমানে ট্রেন্ড হয়েছে কোনো কিছু ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। আসলে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা ছবি পোস্ট করলে তা নেটিজেনরা লাইক ও কমেন্ট করেন। যার ফলে ওই পোস্ট ভাইরাল হয়ে যেতে পারে।
বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। কোনো কোনো ভিডিওতে থাকে কারুর নাচ, গান তো কোনো ভিডিওতে থাকে অবাক করা ঘটনার কিছু মুহূর্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা অবাক করে দিয়েছে গোটা ইন্টারনেট দুনিয়াকে। একটি মেয়ের নাচের ভিডিও চমকে দিয়েছে সকলকে। কি এমন রয়েছে ওই ভিডিওতে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে একটি মেয়ে দ্রুত গতিতে নাচছে এবং নাচতে নাচতে সে হঠাৎ দেয়ালে তৈরি আলমারিতে উঠে যায় এবং তারপর বাতাসের মধ্যে লাফ দিয়ে সে গিয়ে লোহার আলমারিতে বসে যায়। এর পরে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মেয়েটি আলমারি থেকে লাফ দিয়ে ছাদের সিলিংয়ে ঝুলে আছে এবং সে নাচতে নাচতে এইসব করছে। মেয়েটি ছাদের সিলিংয়ে ঝুলে থাকার পরেও নাচতে থাকে এবং তারপর মাটিতে লাফিয়ে নাচতে থাকে। এটি নাচের ভিডিও না হরর মুভির পার্ট তা বুঝতে অসুবিধা হতে পারে আপনার।
এই ভিডিওটি বিকাশ রাজ নামক এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করতেই নেট নাগরিকরা তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। অসংখ্য মানুষ ভিডিওটি দেখেছেন এবং প্রায় ৮ লাখ মানুষ ভিডিওতে লাইক দিয়েছেন। অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভিডিওটি বড়ই অদ্ভুত এবং অনেকে আবার এই ভিডিও শেয়ারও করেছেন।