মুখে এবং হাতে জ্বলন্ত ধুনুচি নিয়ে অসাধারণ নাচলো এক গৃহবধূ, মুহুর্তে ভাইরাল ভিডিও

ভারতবর্ষে আমাদের বাংলার অন্যতম প্রধান আকর্ষণ হলো দুর্গাপূজা। দুর্গা পুজো বাঙালির একমাত্র অন্যতম আবেগ। প্রতিবছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। কলকাতার দুর্গাপুজো বিশ্ব বিখ্যাত। কলকাতায় তৈরি হয় বিভিন্ন…

Avatar

By

ভারতবর্ষে আমাদের বাংলার অন্যতম প্রধান আকর্ষণ হলো দুর্গাপূজা। দুর্গা পুজো বাঙালির একমাত্র অন্যতম আবেগ। প্রতিবছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। কলকাতার দুর্গাপুজো বিশ্ব বিখ্যাত। কলকাতায় তৈরি হয় বিভিন্ন থিম পুজো। কলকাতা দূর্গা পূজার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধুনুচি নাচ। ধুনুচি নাচের প্রথা বহু প্রাচীন কালের। অনেক আগেকার দিনে বনেদি বাড়িতে , বাড়ির ছেলেরা পুজো মণ্ডপে দশমীর দিন ধুনুচি নাচ করতো।কিন্তু বর্তমানে প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে হয়ে থাকে ধুনুচি নাচ। জায়গায় এই ধুনুচি নাচের প্রতিযোগিতা হয়ে থাকে , আর এতে যোগদান করে থাকে ছোট্ট মেয়ে থেকে বাড়ির বউরাও।

বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরকম একটি ভিডিও। ভিডিওতে দেখা যায় একজন মহিলা একসাথে তিনটি ধুনুচি নিয়ে নৃত্যে মেতে উঠেছে। মহিলাটির মুখে একটি এবং হাতে দুটি জ্বলন্ত ধুনুচি রয়ছে। এটা এক ধরনের প্রতিভা। কি অসাধারণ নৃত্য পরিবেশন করেছে তিনি। একসাথে তিনটি ধুনুচি নিয়ে নাচা সত্যি কঠিন। তার এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতে ভাইরাল হয়ে ওঠে। নেটিজেন রা তার এই প্রতিভার প্রশংসা করে। ভিডিওটি “মিঠু মল্লিক” নামে এক ব্যক্তির ইউটিউব চ্যানেল থেকে ১২ অক্টোবর, ২০১৯-এ পোস্ট করা হয়েছিল। এটি পুরানো হলেও ভিডিওটি আবারও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রচুর ভাইরাল হয়ছে এই ভিডিও।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানান ধরনের ঘটনা আজকাল ঘরে বসে দেখতে পাই। এই ভিডিওটিতে প্রায় ৫৫ লাখ ভিউয়ার্স হয়ছে। নেট দুনিয়ায় দর্শকরা এই প্রতিভার প্রশংসা করেছে।অনেকে নানান ধরনের সুন্দর মন্তব্য করেছেন।সোশ্যাল মিডিয়ার জন্যই গৃহবধূর এই প্রতিভা সকলের সামনে উঠে এসেছে।