আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।
মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। আবার কখনও ভাইরাল হয় বন্য পশুর অবাক করা কার্যকলাপ। বেশিরভাগ মানুষ চোখের পলক ফেলতে পারেন না সিংহ, চিতা, প্যান্থার, কুমিরের মতো প্রাণীদের ভিডিও দেখার সময়। সম্প্রতি চিতাবাঘ ও কুমিরের যুদ্ধের একটি রোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়া দরবারে ব্যাপক ভাইরাল হচ্ছে যা দেখে গা শিউরে উঠতে পারে আপনারও।
এবারের ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গিয়েছে এমন এক রোমহর্ষক শিকারের ভিডিও যা দেখে চক্ষু চড়কগাছ হবে আপনার। এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি চিতাবাঘ নদীর ধারে এসেছে। তারপর সে হটাৎ করে জলে ঝাঁপ দিয়ে দেয়। পরমুহুর্তে দেখা যায় ওই চিতাবাঘের মুখে ছট্ফট করছে একটি বিশাল কুমির। চিতাবাঘের তুলনায় ওই কুমির অনেক শক্তিশালী ও বড় হলেও, লাভ কিছুই হয় না। চিতাবাঘ অবলীলায় ওই কুমিরকে মুখে চেপে ধরে জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া জগতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। আপনিও যদি দেখতে চান তাহলে এখানেই দেখে নিন।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement